• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে টেক্কা দিতেন অমিতাভ বচ্চনকেও! নিজের এক ভুলেই কেরিয়ার শেষ হয় যায় জনপ্রিয় এই অভিনেতার

Bollywood actor who gave competition to Amitabh Bachchan his own decision ended his career: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা (Bollywood Actor) রয়েছেন যারা দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। সময় বদলালেও তাঁদের চাহিদা একটুও কমেনি। এমনই একজন অভিনেতা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন ‘বিগ বি’। তবে আপনি কি জানেন, বলিউডে এমন একজন অভিনেতা ছিলেন যার ভয়ে কাঁপতেন খোদ অমিতাভ!

সত্তরের দশককে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ বলা হতো। সেই সময় ইন্ডাস্ট্রিতে অভিনয় করতেন একাধিক নামী তারকা। এমনই একজন অভিনেতা ছিলেন বিনোদ খান্না (Vinod Khanna)। যেমন হ্যান্ডসাম দেখতে, তেমনই তুখোড় অভিনয় ছিল তাঁর। দর্শকদের একাংশের কথায়, বিনোদ ছিলেন একেবারে ‘ফুল প্যাকেজ’। অনেকেই জানেন না, জনপ্রিয়তার নিরিখে অমিতাভকে জোর টেক্কা দিতেন তিনি।

   

Vinod Khanna, Vinod Khanna unknown facts

তুখোড় অভিনয়ের মাধ্যমে খুব কম সময়ের মাধ্যমেই সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন বিনোদ। কিন্তু একদিন হঠাৎ সবকিছু ছেড়েছুড়ে চলে যান তিনি। কেরিয়ারের টপে থাকাকালীনই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেন অভিনেতা। একবার এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি নিজে।

Vinod Khanna

বিনোদ বলেছিলেন, ১৯৭৮ সালেই উনি সিনে দুনিয়া থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। ওনার এই সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছিল। অভিনেতা বলেছিলেন, ১৯৭৮ সালের পর থেকে উনি আর কোনও সিনেমা সই করেননি। তবে সেই সময়ের আগে তিনি যে যে ছবি সই করেছিলেন সেগুলোর শ্যুটিং সম্পূর্ণ করে বলিউডকে বিদায় জানান বিনোদ।

Vinod Khanna, Vinod Khanna unknown facts

এখন নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ কেন অভিনয় ছেড়েছিলেন বিনোদ? আসলে অভিনেতা তাঁর গুরু ওশো রজনীশের সঙ্গে আমেরিকায় চলে গিয়েছিলেন। সেখানে তাঁর আশ্রমে মালি হিসেবে কাজ করতেন অভিনেতা। শোনা যায়, ১৯৭০ সালের মাঝামাঝি নাগাদ গুরু ওশোর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল বিনোদের। এরপর থেকে প্রত্যেক সপ্তাহান্তে তাঁর পুনের আশ্রমে চলে যেতেন অভিনেতা। তারপর পাকাপাকিভাবে আমেরিকা চলে যান।

Vinod Khanna, Vinod Khanna unknown facts

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিনোদ স্বামী বিনোদ ভারতী নামে নব-সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আধ্যাত্মিকতায় ডুবে শোবিজের দুনিয়াকে বিদায় জানালেও কয়েক বছর পর অবশ্য ফের বলিউডে ফিরে এসেছিলেন অভিনেতা। কিন্তু কেরিয়ারের প্রথম ইনিংসে যতখানি সফল হয়েছিলেন তিনি, দুর্ভাগ্যবশত দ্বিতীয় ইনিংসে ততখানি সাফল্য তিনি পাননি।

site