• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাতপাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান – নাতাশা দালাল! জুটির ছাদনাতলার ছবি তুমুল ভাইরাল

Published on:

নাতাশা দালাল বরুণ ধাওয়ান Varun Dhawan Natasha Dalal

টলিউডে তো চলছেই এবার বলিউডে (Bollywood) -এও বাজলো বিয়ের সানাই। বরুণ ধাওয়ানের (Varun Dhawan) এর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই চলছে তুমুল জল্পনা। অবশেষে সমস্ত কৌতুহলের অবসান ঘটিয়ে আজ দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের (Natasha Dalal)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ‘কুলি নং ওয়ান’ খ্যাত বরুণ।

Varun Dhawan Natasha Dalal বরুন ধাওয়ান নাতাশা দালাল

অন্যান্য বলি তারকাদের মত বিয়ে সারতে বিদেশে উড়ে যাননি, বরং দেশের মাটিতেই জমিয়ে জাকজমকপূর্ণ এলাহি আয়োজনে সুসম্পন্ন হয়েছে বরুণ নাতাশার বিয়ে৷ করোনা বিধিকে মাথায়া রেখেই হাতেগোণা বলিউড সেলেব এবং পরিবারের সামনে নাতাশার গলায় মালা দিয়েছেন বরুণ ৷ রবিবার সকালেই ভাইরাল হয়েছিল করণ জোহর এবং মণীশ মালহোত্রার বিয়েতে এন্ট্রি নেওয়ার ছবি।

নাতাশা দালাল বরুণ ধাওয়ান Varun Dhawan Natasha Dalal

আজ সকাল থেকেই টুইটারে ট্রেন্ডিং ছিল ডেভিড পুত্র ‘বরুণ কি শাদি’ হ্যাশট্যাগ। অভিনেতার বিয়েতে পাপারাজ্জিদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বরুশার ছাদনাতলার ছবি। লাল কার্পেট, গোলাপি ফুল, কাঠের আসবাবে সেজে উঠেছিল আলিবাগের বিচ রিসর্ট দ্য ম্যানসন হাউজ।

নাতাশা দালাল বরুণ ধাওয়ান Varun Dhawan Natasha Dalal

বিয়ের আসরে ঢোকার আগে বলিপাড়ার এই পাওয়ার কাপল ধরা দেন পাপারাজ্জিদের ক্যামেরায়। বরুণের বাবা এবং বি টাউনের জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ান, মা লালি ধাওয়ান, সস্ত্রীক ভাই রোহিত ধাওয়ান শুক্রবারেই পৌঁছে গিয়েছিলেন আলিবাগের ড্রিম লোকেশনে। সঙ্গে ছিলেন ডেভিডের ভাই এবং অন্যতম অভিনেতা অনিল ধাওয়ান ও তাঁর পরিবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥