বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) এখন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। কিন্তু ২০১৪ সালে তিনি যখন প্রথম সিনেমা ‘হিরোপন্তি’ (Heropanti) দিয়ে বলিউডে ড্যেবিউ করেছিলেন সেসময় তার পরিচয় ছিল একটাই, তিনি বলিউডের প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফের (Jackie Shroff) ছেলে। তাই সেসময় শুধুমাত্র স্টারকিড হিসাবেই পরিচয় ছিল তার। কিন্তু দীর্ঘ ৮ বছরের ব্যবধানে এখন পাল্টে গিয়েছে অনেক কিছুই।
এখন টাইগার শুধুমাত্র জনপ্রিয় অভিনেতাই নন সেইসাথে হলেন বলিউডের (Bollywood) সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত হিরোদের মধ্যে অন্যতম। দিনে অনুরাগীদের সংখ্যার মতোই পাল্লা দিয়ে বাড়ছে অভিনেতার আয়ের অঙ্কও। এই অল্প দিনের কেরিয়ারেই তার চোখ ধাঁধানো সম্পত্তি থেকে বিলাসবহুল জীবনযাপন টেক্কা দেবে যে কোনো ধনী ব্যক্তিদেরও। অল্প দিনের মধ্যেই অ্যাকশন হিরো হিসেবে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন টাইগার।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর এই মূহূর্তে ছবি এবং বিজ্ঞাপন মিলিয়ে টাইগারের আয়ের অঙ্ক পৌঁছেছে এক কোটি দশ লক্ষ ডলার, অর্থাৎ প্রায় ৭৮ কোটি টাকায়। এই বিপুল উপার্জন ছাড়াও রয়েছে টাইগারের আরও এক বিশেষ গুণ। অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টেও দারুন অভিজ্ঞ টাইগার নিজে।২০১৪ সালে তাইকোন্ড-র ফিফথ ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জন করেন তিনি। তার দখলে রয়েছে সুপার ফাইট লিগের দল বেঙ্গালুরু টাইগার্সেরও সহ-মালিকানা।
বিশ্বের শীর্ষস্থানীয় এই আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতার সঙ্গেও তিনি যুক্ত থাকায় সবমিলিয়ে এই অভিনেতার বর্তমান উপার্জনের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকায়। এছাড়া বর্তমানে বেশ ফুলে ফেঁপে উঠেছে টাইগারের মোট সম্পত্তির পরিমাণও। জানা যায় মা আয়েষা শ্রফকে (Ayesha Shroff) সম্প্রতি ৩১ কোটি মূল্য দিয়ে মুম্বইয়ের খার এলাকায় সমুদ্রের মুখোমুখি এক বিলাসবহুল ৮ বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছেন টাইগার।
টাইগারের সেই বিলাসবহুল বাড়িতে রয়েছে ওপেন এয়ার জিম, রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা, নাচের স্টুডিয়ো-সহ হরেক আয়োজন। টাইগার জানিয়েছিলেন অভিনেতা হওয়ার আগেই বাবা মাকে বাড়ি উপহার দেওয়ার স্বপ্ন ছিল তার। পাশাপাশি বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে টাইগারের মালিকানায়। তালিকায় আছে রেঞ্জ রোভার , ভিন্টেজ কার এসএস জাগুয়ার ১০০। এ ছাড়া রয়েছে বিএমডব্লিউ এম ৫ গাড়ি।