দেখতে দেখতে দু’বছর পার হয়ে গিয়েছে বলিউড অভিনেতা (Bollywood actor) সুশান্ত সিং রাজপুতের মৃত্যু (Sushant Singh Rajput death) হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে সেই রহস্য। কয়েকদিন আগে সুশান্তের ময়নাতদন্তকারীর চাঞ্চল্যকর বয়ানের পর ফের অভিনেতার মৃত্যু নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করেছেন, অভিনেতা আত্মঘাতী হননি, বরং তাঁকে হত্যা করা হয়েছে। আর একথা তিনি সুশান্তের (Sushant Singh Rajput) মৃতদেহ দেখেই বুঝে গিয়েছিলেন।
সুশান্তের ময়নাতদন্তকারীর এই বয়ানের পর থেকেই ফের একবার অভিনেতার মৃত্যুরহস্য নিয়ে নেটিজেনদের মধ্যেও চর্চা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে,অভিনেতার দেহে ছিল ছুঁচ ফোটানোর ক্ষত এবং বেশ কিছু আঘাতের চিহ্ন। শুধু তাই নয়, ‘দিল বেচারা’ অভিনেতার পা’ও ভাঙা ছিল।
সুশান্তের মৃত্যুর ২ বছর পর একথা জানার পর স্বাভাবিকভাবেই অনেক বড় ধাক্কা পেয়েছে তাঁর পরবার এবং অনুরাগীরা। এসবের মাঝেই ভাইরাল হয়েছে অভিনেতার মৃত্যুর আগের শেষ ভিডিও (Sushant Singh Rajput last video)। যেখানে তাঁর অবস্থা দেখে চোখ ভিজেছে নেটিজেনদের।
অভিনেতার ভাইরাল হওয়া ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, তিনি বেশ অসুস্থ। এক ঝলক দেখে সুশান্তকে চেনাও দায়। সুশান্তের শেষ ভিডিও রিয়া চক্রবর্তীই রেকর্ড করেছেন বলে দাবি করা হয়েছে বেশ কিছু প্রতিবেদনে।
ভাইরাল ভিডিওটি সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেই রেকর্ড করা হয়েছে বলে দাবি নেটিজেনদের। সেখানে দেখা যাচ্ছে, অভিনেতার মুখ ভর্তি দাঁড়ি। ঠিকভাবে কথাও বলতে পারছেন না। প্রিয় তারকার এই অবস্থা দেখেই চোখে জল এসে গিয়েছে নেটিজেনদের। একজন নেটাগরিক লিখেছেন, ‘কী অবস্থা করেছিল সুশান্তের। ঠিক করে কথাও বলতে পারছে না। খুব খারাপ!’ আর একজন আবার লিখেছেন, ‘আমি জানি না আমার খুব হেল্পলেস লাগছে এই ভিডিওটি দেখার পর। আমি ওঁর চোখে কষ্টটা দেখতে পাচ্ছি, তোমরা পারছ?’
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিলেন, অভিনেতার মৃত্যুর আগেই তাঁদের ব্রেক আপ হয়ে গিয়েছিল এবং তিনি অভিনেতার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। যদিও সুশান্তের অনুরাগীরা এই দাবি মানেনি। অভিনেতার মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার এবং অনুরাগীরা ‘জাস্টিস ফর এসএসআর’ ক্যাম্পেন চালাচ্ছেন।