• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিন্দুস্তান জিন্দাবাদ মন্ত্র নিয়ে ২২ বছর পর লাহোর ফিরল তারা সিং! ‘গদর ২’র টিজারে ঝড় তুললেন সানি

Updated on:

Bollywood actor Sunny Deol starrer Gadar 2 teaser is out now

বলিউড (Bollywood) সুপারস্টার সানি দেওলের (Sunny Deol) কেরিয়ারের অত্যন্ত আইকনিক একটি সিনেমা হল ‘গদরঃ এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha)। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে রিলিজ করতে চলেছে এই ছবির সিক্যুয়েল ‘গদর ২’ (Gadar 2)। বছর খানেক আগেই এই ছবির ঘোষণা হয়ে গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এল বহুপ্রতীক্ষিত এই সিনেমার টিজার (Teaser)।

দক্ষিণ ভারতীয় ছবির দাপটে বলিউড কোণঠাসা হতেই ফের পুরনো সুপারহিট ছবিগুলিকে ফিরিয়ে আনতে শুরু করেছেন নির্মাতারা। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি পুরনো ছবির সিক্যুয়েল রিলিজ করেছে। এবার সেই তালিকায় নাম তুলতে চলেছে ‘গদর ২’। ২০০১ সালে রিলিজ করেছিল সানি দেওল, আমিশা পটেলের ‘গদরঃ এক প্রেম কথা’ ছবিটি। দীর্ঘ ২২ বছর পর আসছে এই সিনেমার সিক্যুয়েল।

Gadar 2, Gadar 2 teaser

সোমবার প্রকাশ্যে এসেছে সানি, আমিশা অভিনীত ‘গদর ২’র টিজার (Gadar 2 Teaser)। ভিডিওর শুরুতেই শোনা যায় এক মহিলা কণ্ঠ। তিনি বলেন, ‘ও পাকিস্তানের জামাই হয়। ওঁকে নারকেল দাও, তিলক লাগাও। নাহলে এবার হয়তো যৌতুক হিসেবে গোটা লাহোর নিয়ে চলে যাবে’।

এরপরেই লাহোরের বিশৃঙ্খল অবস্থার চিত্র দেখানো হয়। একাধিক ভারত বিরোধী স্লোগান শোনা যেতে থাকে সেখানে। তখনই মাথায় কালো পাগড়ি বেঁধে, তারা সিং রূপে এন্ট্রি নেন সানি দেওল। ১ মিনিট ০৯ সেকেন্ডের টিজারে সানি দেওলকে ‘গদর’র সিগনেচার লুকেও দেখা গিয়েছে। প্রথম ছবিতে হ্যান্ড পাম্প উপরে দিয়েছলেন, এবার বিরাট একটি গরুর গাড়ির চাকা তুলে ঘোরাতে দেখা যায় ধর্মেন্দ্র পুত্রকে।

Gadar 2, Gadar 2 teaser

অনিল শর্মা পরিচালিত ‘গদরঃ এক প্রেম কথা’য় দেশভাগের প্রেক্ষাপটে তারা এবং সাকিনার প্রেম কাহিনী দেখানো হয়েছিল। ‘গদর ২’তেও সাকিনা রূপে দেখা যাবে আমিশাকেই। তারা-সাকিনার ছেলের চরিত্রে অভিনয় করছেন উৎকর্ষ শর্মা।

দীর্ঘ ২২ বছর পর দর্শকদের মন জয় করতে পর্দায় আসছে ‘গদর ২’। প্রথম থেকেই ছবিটি ঘিরে দর্শকমহলে উত্তেজনা ছিল দেখার মতো। টিজার প্রকাশ্যে আসার প্র সেই উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘গদর ২’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥