• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার জামাই হল সানি দেওলের ছেলে, প্রকাশ্যে এলাহী বিয়ের এক্সক্লুসিভ ছবির অ্যালবাম

সাত পাকে বাঁধা পড়লেন সানি দেওলের (Sunny Deol) বড় ছেলে করণ দেওল (Karan Deol) এবং দ্রিশা আচার্য (Drisha Acharya)। গত কয়েক দিন ধরে এলাহিভাবে প্রাক বিবাহ নানান আচার অনুষ্ঠান চলছিল। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের পর রবিবার ধুমধাম করে গাঁটছড়া বাঁধলেন করণ এবং দ্রিশা। সন্ধ্যে হতেই ছবি শেয়ার করে অনুরাগীদের সুখবর দেন ‘গদর’ অভিনেতা নিজে।

চলতি সপ্তাহের শুরু থেকে আরম্ভ হয়েছিল করণ-দ্রিশার প্রাক বিবাহ নানান অনুষ্ঠানপর্ব। প্রথমে দু’জনের রোকা আয়োজিত হয়েছিল। এরপর একে একে মেহেন্দি, সঙ্গীত সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে দেওল পরিবার। ছেলের রোকায় জমিয়ে নাচতে দেখা গিয়েছিল সানিকে। বিয়েতেও (Marriage) প্রাণ খুলে আনন্দ করেছেন তিনি।

   

Sunny Deol sons, Karan Deol marriage, Karan Deol Drisha Acharya marriage

রবিবার করণ-দ্রিশার বিয়ের ছবি শেয়ার করে সানি লেখেন, ‘আজ আমার একটি মিষ্টি মেয়ে হল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুক বাচ্চা’। ‘গদর’ অভিনেতা ছবি শেয়ার করতেই শুভেচ্ছার ঢল নামে নেটপাড়ায়। বলিউড তারকা থেকে শুরু করে অনুরাগী- প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ছে নবদম্পতিকে।

Karan Deol marriage, Karan Deol Drisha Acharya marriage

বিয়ের দিন বঙ্গ তনয়া দ্রিশা সেজেছিলেন লাল রঙের ডিপ নেক লেহেঙ্গায়। হালকা মেক আপ এবং মানানসই গয়নায় বেশ সুন্দর দেখাচ্ছিল নববধূকে। অপরদিকে সানি-পুত্র করণের পরনে ছিল ঘিয়ে রঙের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। সানির শেয়ার করা ছবি দেখেই বোঝা যাচ্ছে, এলাহিভাবে বিবাহ সম্পন্ন হয়েছে ধর্মেন্দ্রর বড় নাতির।

Karan Deol marriage, Karan Deol Drisha Acharya marriage

প্রসঙ্গত, সানিরা পাঞ্জাবি হলেও, করণের স্ত্রী দ্রিশা কিন্তু বাঙালি মেয়ে। বাংলার সঙ্গে সানির ছেলের বৌয়ের গভীর যোগ রয়েছে। নামী বাঙালি পরিচালক বিমল রায়ের মেয়ের ঘরের নাতনির মেয়ে হলেন দ্রিশা। বিমল রায়ের কন্যা রিঙ্কির কন্যার নাম চিম্মু ভট্টাচার্য। সেই চিম্মুর কন্যাই হলেন দ্রিশা। তাঁর সঙ্গেই ছেলের বিয়ে দিলেন সানি।

Karan Deol marriage, Karan Deol Drisha Acharya marriage 2

ফিল্মি পরিবারের বৌমা হলেও দ্রিশা নিজে কিন্তু বিনোদন দুনিয়ার অংশ নন। দুবাইয়ের এক ট্রাভেল এজেন্সিতে তিনি চাকরি করেন। বিয়ের আচার অনুষ্ঠানের জন্য মুম্বই এসেছেন তিনি। জানা গিয়েছে, সানির ছেলে করণের সঙ্গে দ্রিশার খুব ছোটবেলার বন্ধুত্ব। এরপর সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। আজ সেই অগ্নিসাক্ষী রেখে সেই প্রেমকেই বিয়ের নাম দিলেন করণ এবং দ্রিশা।