দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল বলিউড (Bollywood) তারকা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর রাজকীয় বিয়ের। চলতি বছরের একেবারে শুরুতেই ৭ জানুয়ারি ধুমধাম করেই স্বপ্নের বিয়ের সেরছিলেন বলিউডের এই ‘শেরশাহ’ জুটি। তবে বিয়ের পর থেকে তাঁরা দুজনেই নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত রয়েছেন যে এখনও পর্যন্ত যেতে পারেননি মধুচন্দ্রিমায়ও।
এরই মধ্যে সম্প্রতি সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সেখানেই তাঁর কাছে স্ত্রী কিয়ারা সম্পর্কে জানতে চাওয়া হলে অভিনেতা এদিন জানিয়েছেন কিয়ারা নাকি তাঁর জীবনের অমূল্য সম্পদ। এরপরেই পাঁচ মাসের এই দাম্পত্য জীবনের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল।
এই প্রশ্নের জবাবেই এদিন সিদ্ধার্থ বলেছেন ‘বিয়েটা একটা খেলার মতো, আর আমি প্রস্তুত সেটার জন্য। আসলে আমাদের সম্পর্কে কোনও ‘আমি’ নেই, ‘আমরা’ রয়েছি।’উল্লেখ্য শেরশাহ সিনেমায় একসাথে জুটি বাঁধার পর এখনও পর্যন্ত নতুন কোন সিনেমায় একসাথে জুটি বাঁধতে দেখা যায়নি এই তাঁদের।
তবে জানা যাচ্ছে আগামী দিনে করণ জোহরের প্রযোজনাতেই নাকি বিয়ের পর প্রথম একসাথে জুটি বাঁধবেন সিদ্ধার্থ কিয়ারা। প্রসঙ্গত দীর্ঘদিন প্রেম করার পর রাজস্থানেই চার হাত এক হয়েছিল এই সিডি-কিয়ারা জুটির। তাঁদের সেই স্বপ্নের বিয়ের সাক্ষী থেকেছিলেন গোটা দেশবাসি। জানা যায় তাঁদের এই মিষ্টি প্রেমের শুরুটা হয়েছিল বন্ধুত্ব দিয়ে।
সালটা ছিল ২০১৮। সে বছর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ’ সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছিলেন কিয়ারা। এই সিনেমারই সাকসেস পার্টিতে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকারা। তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।
সেখানেই নাকি প্রথম বন্ধুত্ব হয়েছিল, সিদ্ধার্থ-কিয়ারার। তবে সেসময় তাঁদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। আর তার সূত্রপাত হয় শেরশাহ সিনেমার শুটিং থেকে। জানা যায় এই সিনেমায় অভিনয় করতে গিয়েই প্রেম শুরু হয় সিদ্ধার্থ-কিয়ারার। তবে জানা যায় এই জুটির সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে বলিউডের খ্যাতনামা প্রযোজক পরিচালক করণ জোহরের।