• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাক দিয়ে ঝরছে রক্ত, বিদেশে শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান!

Shahrukh Khan injured during shooting: চলতি বছরটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan)। এই বছর অভিনেতার ৩টি সিনেমা রিলিজ করার কথা আছে। এর মধ্যে ‘পাঠান’ রিলিজ করে গিয়েছে। এখন ‘জওয়ান’ এবং ‘ডানকি’র কাজ নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা। কিন্তু এর মধ্যেই বাঁধল বিপত্তি। শ্যুটিং সেটে আহত (Injured) হলেন শাহরুখ।

আমেরিকার লস অ্যাঞ্জেলসে (Los Angeles) শ্যুটিং (Shooting) করছিলেন কিং খান। সেখানেই আচমকা বিপত্তি ঘটে সেটে। অভিনয় করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন শাহরুখ। তাঁর নাক দিয়ে রক্তপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, অভিনেতার অস্ত্রোপচারও হয়েছে।

   

Shah Rukh Khan, Shah Rukh Khan injured, Shah Rukh Khan injured in Los Angeles

সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, শাহরুখের ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দেশেও ফিরে এসেছেন অভিনেতা। নিজের বাড়ি ‘মন্নত’এ এখন বিশ্রামে রয়েছেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই ভারতে ছিলেন না শাহরুখ। লস অ্যাঞ্জেলসে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। যদিও কোন সিনেমার শ্যুটিংয়ের জন্য কিং খান আমেরিকায় গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন শাহরুখ। সঙ্গে সঙ্গে তাঁর থেকে রক্তপাত শুরু হয়।

Shah Rukh Khan, Shah Rukh Khan injured, Shah Rukh Khan injured in Los Angeles

সেই দৃশ্য দেখে এক মুহূর্ত সময় না নষ্ট করে শাহরুখকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক পরামর্শে তাঁর অস্ত্রোপচার করা হয়। এই মুহূর্তে অভিনেতার নাকে ব্যান্ডেজ লাগানো রয়েছে। অনেকটা তাঁর সিনেমা ‘জওয়ান’র পোস্টারের মতোই। দুর্ঘটনার খবর প্রকাশ্যে এলেও শাহরুখ কিংবা তাঁর টিমের তরফ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

ব্লকবাস্টার ‘পাঠান’র পর ‘জওয়ান’এও পুরোদস্তুর অ্যাকশন মোডে দেখা যাবে শাহরুখকে। এটি আবার তাঁর প্রথম প্যান ইন্ডিয়া ছবিও। এই মুহূর্তে জোরকদমে সেই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পাশাপাশি অল্প বিস্তর প্যাচ শ্যুটও হচ্ছে। এমনই কোনও দৃশ্যের শ্যুটিংয়ের জন্য শাহরুখ আমেরিকায় গিয়েছিলেন কিনা জানা যায়নি। তবে অভিনেতার দুর্ঘটনার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।