বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে। তিনি হলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর মতো জনপ্রিয়তা খুব কম মানুষেরই আছে। তবে কথাতেই আছে, জনপ্রিয়তা এবং বিতর্ক (Controversy) একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শাহরুখের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। বলিউড ‘বাদশা’র জীবনেও এমন অনেক ‘ডার্ক সিক্রেট’ (Shah Rukh Khan controversy) রয়েছে যা সাধারণ মানুষের অজানা।
বিনোদন দুনিয়ার তারকা মানেই তাঁকে নিয়ে চর্চা-গসিপ হবে এটা খুব স্বাভাবিক। শাহরুখের সঙ্গেও এমনটাই হয়। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হওয়া থেকে শুরু করে সমকামি সম্পর্কে আবদ্ধ হওয়া- ‘কিং খান’র জীবনে এমন অনেক কেচ্ছাকাহিনী রয়েছে তা শুনলে আপনি চমকে উঠবেন। চলুন এক নজরে শাহরুখের এমনই কিছু কেচ্ছা (Dark Secrets) দেখে নেওয়া যাক।
করণ জোহরের সঙ্গে প্রেম (Shah Rukh Khan Karan Johar Relationship)- বলিউডের নামী প্রযোজক তথা পরিচালক করণ জোহরকে নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে। তাঁর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয় করেই শাহরুখের ভাগ্য খুলে গিয়েছিল। এরপরেই রটে যায়, শাহরুখ এবং করণ বাস্তব জীবনে প্রেম করছেন।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকীয়া (Shah Rukh Khan Priyanka Chopra Relationship)- শাহরুখ এবং প্রিয়াঙ্কার প্রেম নিয়ে একসময় কম চর্চা হয়নি। দু’জনের মধ্যে কেউই এই নিয়ে কখনও খোলামেলা কথা বলেননি। তবে ঘুরিয়ে ফিরিয়ে বহুবার প্রিয়াঙ্কা এই সম্পর্কে শিলমোহর দিয়েছেন। শোনা যায়, শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্কের কথা জানতে পেরে অভিনেতার স্ত্রী গৌরী খান তাঁকে বলিউড ছাড়া করিয়েছিলেন।
আব্রামের পিতৃত্ব (AbRam’s Fatherhood)- শাহরুখ এবং গৌরীর তৃতীয় সন্তান আব্রাম সারোগেসির মাধ্যমে হয়েছিল। কিন্তু আব্রামের জন্মের পর শোনা যায়, সে নাকি শাহরুখ-গৌরীর সন্তানই নয়। বরং তাঁদের বড় ছেলে আরিয়ানের অবৈধ সন্তান সে।
সলমন খানের সঙ্গে শত্রুতা (Shah Rukh Khan Salman Khan Rivalry)- একসময় সলমন এবং শাহরুখের মধ্যেকার শত্রুতা নিয়ে বলিউডে ব্যাপক চর্চা হতো। ‘করণ অর্জুন’ ছবির পর আর কখনও একসঙ্গে সিনেমাও করেননি তাঁরা।
শোনা যেত, শাহরুখ এবং সলমন নাকি একে অপরকে একেবারেই সহ্য করতে পারেন না। বক্স অফিসেও তাঁদের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা ছিল। যদিও এখন ফের তাঁদের বন্ধুত্ব হয়ে গিয়েছে।