• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতীয় হওয়াও অপরাধ? লন্ডনে কটাক্ষের জবাবে মুখে ঝামা ঘষে দিলেন অভিনেতা সতীশ শাহ

সতীশ শাহ (Satish Shah) বলিউডের (Bollywood) অত্যন্ত পরিচিত মুখ। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। পার্শ্ব চরিত্রেই দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা। বিশেষত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সতীশ। সম্প্রতি এই অভিনেতাকেই (Bollywood actor) লন্ডনের হিথরো এয়ারপোর্টে (Heathrow airport) ‘লাঞ্ছনা’র শিকার হতে হয়েছে।

সম্প্রতি লন্ডনের হিথরো এয়ারপোর্টে বি টাউনের এই নামী অভিনেতাকে নিয়ে ‘হাসিঠাট্টা’ করেন বেশ কিছু কর্মী। নিজের ধরণে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মীদের জবাবও দিয়েছেন তিনি। এরপর টুইটারে সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করেন অভিনেতা।

   

Satish Shah

টুইটারে প্রায় ৪৫ হাজার অনুরাগী রয়েছে সতীশের। গত ২ জানুয়ারি টুইট করে হিথরো এয়ারপোর্টের ঘটনাটি জানান তিনি। অভিনেতা লিখেছেন, ‘হিথরোর স্টাফ অবাক স্বরে নিজের সহকর্মীকে জিজ্ঞেস করছিলেন, ‘এরা ফার্স্ট ক্লাসে ওঠার টাকা পায় কীভাবে?’ আমি একথা শুনতে পেয়ে গর্বের হাসি হেসে বলেছিলাম, ‘কারণ আমরা ভারতীয়’।

Satish Shah

বলিউড অভিনেতার এই টুইট মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৩০০ নেটাগরিক এটি রিটুইট করেছেন। যদিও যে অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছে, সেটি ভেরিফায়েড নয়। তাই সত্যিই এই ঘটনাটি অভিনেতা সতীশ শাহর সঙ্গে ঘটেছে কিনা তা বলা যাচ্ছে না। তবে এই অ্যাকাউন্টের বেশ কয়েকটি পোস্টে অভিনেতার অদেখা নানান ছবি রয়েছে। তাই নেটিজেনদের অনুমান, ভেরিফায়েড না হলেও এটি সতীশেরই অ্যাকাউন্ট।


সতীশ হিথরো বিমানবন্দরের এই ঘটনা শেয়ার করা মাত্রই সংশ্লিষ্ট বিমানবন্দরের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রত্যুত্তর দেওয়া হয়। হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ লিখেছেন, ‘শুভ সকাল। এমন ঘটনা শুনে আমাদের খুব খারাপ লাগছে। আমাদের সরাসরি মেসেজ করতে পারবেন আপনি?’


‘সারাভাই ভার্সেস সারাভাই’ অভিনেতা নিজের টুইটে হিথরো বিমানবন্দরকে ট্যাগ করেননি। কিন্তু তা সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রত্যুত্তর দেওয়ায় অনেকে বেশ অবাক হয়েছেন। কেউ লিখেছেন, হতেই পারে উনি মিথ্যা বলছেন। এই কথার জবাবে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, তাঁরা ভেদাভেদ-সহ এই ধরণের সকল অভিযোগকে গুরুত্ব সহকারে দেখেন। পাশাপাশি সতীশের ঘটনাও খতিয়ে দেখতে চাইছেন। যাতে সংশ্লিষ্ট বিমানবন্দরে যাতায়াতকারী প্রত্যেক ব্যক্তি সুরক্ষিত বোধ করেন।

site