বলিউডের অভিনেতা তথা পরিচালক হিসাবে বেশ পরিচিত সতীশ কৌশিক (Satish Kaushik)। নিজের অভিনয়ের দক্ষতায় প্রতিবারেই হাসি ফুটিয়ে তোলেন দর্শকদের মুখে। কিন্তু আর তা হবে না, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik Passed Away)। মৃত্যুকালীন অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জগতে।
যেমনটা জানা যাচ্ছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোরবেলাতেই প্রয়াত হয়েছেন সতীশ কৌশিক। হোলি সেলিব্রেশন করেছিলেন গতকালই। এরপর গাড়িতে করে গুরুগ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথেই গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু যতক্ষণ হাসপাতালে পৌঁছানো হয় ততক্ষনে ইহজগত ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন অভিনেতা।
প্রবীণ অভিনেতা অনুপম খের নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, “জানি মৃত্যুই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু কখনো স্বপ্নেও ভাবতে পারিনি, যে প্রিয় বন্ধুর সম্পর্কে এমন কথা লিখতে হবে। আজ দির ৪৫ বছরের বন্ধুত্বে ছেদ পড়ল! তোমায় ছাড়া বাকি জীবন আর আগের মত থাকবে না সতীশ! ওম শান্তি!”
जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! ???????????? pic.twitter.com/WC5Yutwvqc
— Anupam Kher (@AnupamPKher) March 8, 2023
অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন কঙ্গনা রানাউত। সাথে জানান আসন্ন ‘ইমার্জেন্সি ছবিতে অভিনয় করেছেন সতীশ কৌশিক। পর্দায় তাকে দেখা যাবে, উপ- প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে। আজ দুপুর ৩টে নাগাদ অভিনেতার মৃতদেহকে মুম্বাই নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। এরপর সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
Woke up to this horrible news, he was my biggest cheerleader, a very successful actor and director #SatishKaushik ji personally was also a very kind and genuine man, I loved directing him in Emergency. He will be missed, Om Shanti ? pic.twitter.com/vwCp2PA64u
— Kangana Ranaut (@KanganaTeam) March 9, 2023
শুধু অভিনেতা হিসাবেই নন পরিচালক হিসাবেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। ‘তেরে নাম’ ছবির পরিচালনা করেছিলেন তিনি। গত ৭ই মার্চ জাভেদ আখতারের আমন্ত্রণে হোলির পার্টিতেও গিয়েছিলেন। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন। এরপরই আসে দুঃসংবাদ।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রথম পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন সতীশ কৌশিক। প্রথম ছবির নাম ছিল ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’। পরে ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’, ‘তেরে নাম’ ছবির জেরে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়াও একাধিক ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের কাছেও পুপুলার হয়ে ওঠেন।