• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা হিট করতে মরিয়া, শাহরুখ তো বটেই হলিউড সুপারস্টার ভাড়া করে আনছেন সলমন খান!

‘কিসি কা ভাই কিসি কি জান’র ব্যর্থতার পর ‘টাইগার ৩’ (Tiger 3) নিয়ে আসছেন বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan)। চলতি বছরের বহু প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল এটি। দর্শকদের মন জয় করতে মেগা বাজেট এই সিনেমায় একাধিক চমক রাখছে যশরাজ ফিল্মস (Yash Raj Films)। আগেই জানা গিয়েছিল, ‘পাঠান’র পর এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সলমনকে। এবার শোনা গেল, ‘টাইগার ৩’তে যোগ দিয়েছেন এই নামী হলিউড (Hollywood) তারকা।

শাহরুখ খানের ‘পাঠান’র ব্লকবাস্টার সাফল্যের পর ‘টাইগার ৩’র জন্য সর্বস্ব উজাড় করে দিচ্ছে যশরাজ ফিল্মস। সলমন খানের এই ছবির সাফল্য নিশ্চিত করতে কোনও প্রকার ত্রুটি রাখতে চান না আদিত্য চোপড়া। সেই জন্য দু’হাতে টাকা ঢালছেন তিনি। বলিউড তারকাদের নিয়েই সন্তুষ্ট নন, এবার তাই হলিউড থেকেও লোক আনছেন যশরাজ কর্ণধার।

   

Tiger 3, Tiger 3 update

‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের দিকে নজর রেখে এখন অ্যাকশন ছবিতেই মনোনিবেশ করতে চাইছে যশরাজ। আর সেই অ্যাকশন যাতে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে সেই জন্য এবার ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত তারকাকে সই করাতে চলেছেন আদিত্য। হ্যাঁ ঠিকই দেখছেন। মার্ভেলের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’র (Avengers Endgame) এক তারকাই এবার কাজ করতে চলেছেন ‘টাইগার ৩’তে।

এখন নিশ্চয়ই ভাবছেন কোন তারকা কাজ করতে চলেছেন সলমনের ছবিতে? তাহলে জানিয়ে রাখি, ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’এ অ্যাকশন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করা ক্রিস বার্নেস (Chris Barnes) কাজ করতে চলেছেন ‘টাইগার ৩’তে। ভাইজানের সিনেমার হাত ধরেই হলিউড থেকে বলিউডে পা রাখতে চলেছেন তিনি।

Avengers Endgame action director Chris Barnes joined Salman Khan's Tiger 3, Chris Barnes Tiger 3

বি টাউনের অন্দরের গুঞ্জন, ‘টাইগার ৩’র যাবতীয় অ্যাকশন দৃশ্যের নেপথ্যে থাকতে চলেছেন ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত ক্রিসই। সুতরাং এই ছবির অ্যাকশন দৃশ্যগুলি যে হলিউডের মাপের হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত।

‘পাঠান’র ব্লকবাস্টার সাফল্যের পর ‘টাইগার ৩’কে আরও বড় মাপের বানাতে চান যশরাজ কর্ণধার। ছবির পিছনে সেই জন্য দু’হাতে টাকা ঢালছেন তিনি। গোটা বিশ্বে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল শাহরুখের ‘পাঠান’, সলমনের ছবি সেই অঙ্কটা অতিক্রম করে যাবে বলে আশাবাদী অনুরাগীরা। চলতি বছর দিওয়ালির আবহে প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা রয়েছে ‘টাইগার ৩’র।

site