• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩০ বছর কাজ করেও মেলেনি যোগ্য সন্মান! হতে হয়েছিল ঠাট্টার পাত্র, বলিউড নিয়ে বিস্ফোরক রণিত

Updated on:

Bollywood Actor Ronit Roy talks about her past experience in industry how he was treated badly in early days

বিনোদনের জন্য সিনেমা দেখলেও প্রতিদিনের বিনোদন বলতে সবার আগেই আসে টেলিভিশন সিরিয়ালের কথা। আর বড় পর্দায় সিনেমা হোক বা ছোটপর্দায় সিরিয়াল সর্বত্রই জনপ্রিয় অভিনেতা রণিত রায় (Ronit Roy)। কখনো ভিলেন তো কখনো মিস্ট্রি ক্যারেক্টার আবার সিরিয়ালের লিড রোল সব জায়গাতেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন অভিনেতা। বিশেষত CID এর দৌলতে প্রতিটা ঘরে ঘরে পরিচিত তিনি। তবে আজও বলিউডে (Bollywood) নিজের যোগ্য সন্মান পাননি তিনি!

সালটা ১৯৯২ ‘জান তেরে নাম’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন অভিনেতা রণিত রায়। প্রথম ছবিই সুপারহিট। কিন্তু প্রথম ছবি সুপারহিট হলেও এরপর সেভাবে আর বলিউডে দেখা যায়নি তাকে। বরং বেশ কয়েক বছর পর ২০০০ সালে ষ্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কী’ এর মিস্টার বাজাজ চরিত্রে দেখা যায় তাকে। সিরিয়ালেও নিজের দুর্দান্ত অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।

রণিত রায়,বলিউড,Ronit Roy,Bollywood,কসৌটি জিন্দেগি কী,Kasauti Zindegi Ki,Actor Ronit Roy Story,Ronit Roy Struggle

এরপর সিরিয়ালের পাশাপাশি বড় পর্দাতেও কামব্যাক করেন। একাধিক বলিউডের ছবিতে কখনো খলনায়ক তো কখনো পার্শ্ব চরিত্রে দেখা মিলেছে অভিনেতার। তবে বলিউড ইন্ডাস্ট্রির কিছু কথা আজও ভোলেননি তিনি। নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে অভিনেতা জানান, প্রায় তিন দশক ধরে কাজ করছি অভিনয়ের জগতে। কিন্তু যখন প্রথম ছবি সুপারহিট হয়েছিল তখন ইন্ডাস্ট্রির লোকেদের তরফে সেভাবে প্রশংসা পাইনি। অভিনন্দন  টুকুও জানাননিকেউ, যদিও সেই নিয়ে কোনো আফসোস নেই।

রণিত রায়,বলিউড,Ronit Roy,Bollywood,কসৌটি জিন্দেগি কী,Kasauti Zindegi Ki,Actor Ronit Roy Story,Ronit Roy Struggle

অভিনেতার মতে, ‘আজকে যখন নিজের জীবনের অতীতটাকে দেখি তখন মনে হয় আগের দিনগুলোর কারণেই আজ আমি এই জায়গায়। আসলে তারকারাই তারকা হয়, যারা অভিনেতা তার অভিনেতাই হয়। সেই সময় যদি হুট করে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে তারকা হয়ে যেটা তাহলে  হয়তো একসময় হারিয়ে যেতে পারতাম’।

এখানেই শেষ নয়! এরপর তিনি আরও বলেন, ‘একটা সময় এমন গেছে যখন অনেকে আমায় নিয়ে কটাক্ষ করেছে বিদ্রুপ করেছে। তবে যখন ঠিক সময় ঘুরে দাঁড়িয়েছে তখন সেই তারাই আবার আমার  করতে বাধ্য হয়েছে। তাঁরা হয়তো আজ ইন্ডাস্ট্রিতে নেই, তবে আমি কিন্তু ঠিকই রয়ে গেছি। বর্তমানে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট ভালোবাসা পাই। এছাড়াও সন্মান তো আছেই, এই সব কিছুর জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে  কৃতজ্ঞ থাকব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥