• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জঘন্য সিনেমা বানাবে, আর দর্শকরা বয়কট করলে দোষ! নাম না নিয়ে আমির-অক্ষয়কে ঠুকলেন রণবীর শোরে

Published on:

Ranvir Shorey says want good box office then dont make shit films taking dig at bollywood

সাম্প্রতিক অতীতে বলিউডের (Bollywood) একাধিক সুপারস্টারের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই লিস্টে নাম রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’এর মতো সিনেমার। কিছু কিছু ক্ষেত্রে তো আবার ছবি রিলিজের আগেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বয়কট ট্রেন্ড (Boycott trend)। সব মিলিয়ে বেশ চিন্তায় পড়েছেন নির্মাতারা। তবে এসবের জন্য এবার উল্টে বলিউডকেই দুষলেন নামী অভিনেতা রণবীর শোরে (Ranvir Shorey)।

‘বয়কট ট্রেন্ড’ প্রসঙ্গে কথা বলার সময় রণবীর বাকি অভিনেতাদের মতো দর্শকদের দোষারোপ করা নয়, বরং দর্শকদের স্বপক্ষেই কথা বলেন। শুধু তাই নয়, উল্টে বলিউডের নির্মাতাদেরই ঘুরিয়ে একহাত নেন তিনি।

Ranvir Shorey

সম্প্রতি আমিরের ‘ড্রিম প্রোজেক্ট’ ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এই দুই ছবি রিলিজের আগেই সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠেছিল। যদিও রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ঘিরে রিলিজের আগে বয়কটের ডাক উঠলেও সেই ছবিটি কিন্তু ভালো ব্যবসা করেছে।

এরপর থেকেই আরও একটি বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তা হল ‘কনটেন্ট’। দর্শকদের একাংশের মতে, ছবির বিষয়বস্তু যদি ভালো হয় তাহলে দর্শকরা সেটি দেখবেই। আর যদি কনটেন্টেই জোর না থাকে, তাহলে জলের মতো টাকা খরচ করেও লাভ হবে না। একই সুর শোনা গিয়েছে রণবীরের গলাতেও।

Ranbir Alia in Brahmastra

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে বলিউডের কিছু ছবির ব্যর্থতা প্রসঙ্গে কথা বলার সময় রণবীর বলেন, ‘ছবিটি ভালো নাকি খারাপ সেটি ব্যবসার ওপর প্রভাব ফেলে। তাই আপনি যদি ভালো বক্স অফিস কালেকশন চান, তাহলে ভালো সিনেমা তৈরি করুন। জঘন্য সিনেমা তৈরি করবেন না। প্রথমে ফালতু সিনেমা তৈরি করবেন এরপর অভিযোগ করবেন দর্শকরা আপনার সিনেমা বয়কট করেছেন। সেই ছবির পিছনে ১০০, ২০০, ৩০০ কোটি খরচ করলেও সেটি জঘন্য সিনেমা এবং সেটির জন্য আপনার লজ্জা হওয়া উচিত’।

বলিউডের এই নামী অভিনেতার কাজের দিক থেকে বলা হলে, সম্প্রতি রিলিজ হয়েছে তাঁর ছবি ‘মিডডে মিল’। এরপর তাঁকে সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥