• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চরম অহংকারী, সেলফি তুলতে চাওয়ায় অনুরাগীর ফোন ছুঁড়ে ফেললেন রণবীর! ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

Published on:

Bollywood actor Ranbir Kapoor throws a fan’s phone, video goes viral

বলিউডের (Bollywood) সম্ভ্রান্ত কাপুর পরিবারের ছেলে রণবীর (Ranbir Kapoor) নিজেও একজন দারুণ অভিনেতা। ঋষি (Rishi Kapoor) এবং নীতুর (Neetu Kapoor) ছেলেকে নিয়ে তাই সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও কাজের কারণে, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে- রণবীর আলোচনার কেন্দ্রে ঠিক চলেই আসেন। সম্প্রতি যেমন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা একজন অনুরাগীর সঙ্গে ‘দুর্ব্যবহার’ করে নেটপাড়ার চর্চার ‘টপিক’ হয়ে উঠেছেন।

রণবীর এমন একজন অভিনেতা যিনি ব্যক্তিগত জীবনের সৌজন্যে বহুবার চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে বিয়ের ৭ মাসের মধ্যেই বাবা হওয়া- ঋষি-পুত্রের ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটে থেকেছেন। চর্চিত ব্যক্তিগত জীবনের কারণে কটাক্ষ শুনলেও রণবীরের অনুরাগীরা বরাবর তাঁর পাশে থেকেছেন।

Ranbir Kapoor angry, Ranbir Kapoor, Ranbir Kapoor throws fan's phone, রণবীর কাপুর

তবে এবার বলিউড অভিনেতা প্রকাশ্যেই একজন অনুরাগীর সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন। মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর তা দেখার পর রণবীরকে রীতিমতো ধুয়ে দিয়েছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়।

শুক্রবার সকালে রণবীর মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হয়েছিলেন। বলিউড অভিনেতাকে দেখে স্বাভাবিকভাবেই ঘিরে ধরেন অনুরাগীরা। এনাদের মধ্যে একজন অনুরাগী তাঁর সঙ্গে বেশ কয়েকটি সেলফি তোলেন। হাসিমুখে সেলফি তোলার পর সংশ্লিষ্ট অনুরাগীর থেকে তাঁর ফোন চান ঋষি-পুত্র। রণবীরের হাতে সেটি তুলে দিতেই তিনি ছুঁড়ে ফেলে দেন।

Ranbir Kapoor angry, Ranbir Kapoor, Ranbir Kapoor throws fan's phone, রণবীর কাপুর

একজন অনুরাগীর সঙ্গে রণবীরের এই ব্যবহার দেখে স্বাভাবিকভাবেই প্রচণ্ড চটে যান নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই তাঁর দিকে ধেয়ে আসে একাধিক কটাক্ষের তীর। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘এটা কেমন অসভ্যতা! উনি তো শুধু সেলফিই নিচ্ছিলেন। এত কীসের অহংকার’। আর একজন আবার লিখেছেন, ‘রণবীর কি ভদ্রতা শেখেনি? কীভাবে দুর্ব্যবহার করছে’।


প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’র গগনচুম্বী সাফল্যের পর ঋষি-নীতুর ছেলে এই মুহূর্তে তাঁর আগামী ছবির রিলিজের জন্য তৈরি হচ্ছেন। রণবীরকে এরপর লভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মক্কার’এ দেখা যাবে। অভিনেতার বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। প্রথমবার এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥