এই মুহূর্তে বলিউডের (Bollywood) প্রথম সারির হিরোদের নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে স্থান করে নেবেন ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর (Ranbir Kapoor)। নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। হ্যান্ডসাম লুকের মাধ্যমে হৃদয়হরণ করেছিলেন বি টাউনের একাধিক নায়িকার। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। এখন অবশ্য আলিয়া ভাটকে বিয়ে সুখে সংসার করছেন তিনি।
রণবীর এমন একজন অভিনেতা যিনি নিজের চকোলেট বয় ইমেজের জন্য দর্শকমহলে প্রচণ্ড জনপ্রিয়। সেই সঙ্গেই তাঁর ঠোঁটকাটা স্বভাবের কথাও কারোর অজানা নয়। বহুবার প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। একবার যেমন ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নিয়ে করা তাঁর এক মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল চারিদিকে। অভিষেকের স্ত্রীকে নিয়ে তিনি কী বলেছিলেন জানেন?
রণবীর এবং ঐশ্বর্যকে একসঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা গিয়েছিল। করণ জোহরের এই সিনেমায় বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল তাঁদের। তবে শোনা যায়, এই সকল দৃশ্যে অভিনয়ের সময় নাকি বেশ ঘাবড়ে গিয়েছিলেন ঋষি কাপুরের ছেলে। ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে দরদর করে ঘামছিলেন তিনি।
নিজের কেরিয়ারে বহু ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রণবীর। কিন্তু বিপরীতে ঐশ্বর্য থাকাতেই চাপ বেড়ে গিয়েছিল অভিনেতার। ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা শুনেই কালঘাম ছুটেছিল রণবীরের। একবার এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি নিজে।
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ঐশ্বর্য। একদিকে তিনি বিশ্বসুন্দরী, আর একদিকে বচ্চন পরিবারের বধূ। এছাড়া আকাশছোঁয়া স্টারডম তো রয়েছেই। সেই নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা একেবারেই চারটি খানি কথা নয়। এসব ভেবেই নাকি বেশ ঘাবড়ে যান রণবীর।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঐশ্বর্যকে ছোঁয়ার আগে প্রচণ্ড চাপে পড়ে যেতেন ঋষি কাপুরের ছেলে। একবার ‘দ্য কপিল শর্মা শো’য়ে এসে এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ঐশ্বর্য যখন স্নান করেন, তখন নাকি সেই জলের স্নান হয়ে যায়। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর-ঐশ্বর্য উষ্ণ রসায়ন দাগ কেটেছিল দর্শকমনে। তবে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো শোনা যায়, ছবির সকল ঘনিষ্ঠ দৃশ্যগুলি একেবারেই মেনে নিতে পারেননি সম্ভ্রান্ত বচ্চন পরিবারের সদস্যরা।