• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে বাবার মুখ বসানো! নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ের কাছে ফেল বলিউড অভিনেত্রীরা, দেখুন ছবি

বলিউডের (Bollywood) নামী অভিনেতাদের তালিকায় ওপরের দিকেই থাকবে নওয়াজউদ্দিন সিদ্দিকীর (Nawazuddin Siddiqui) নাম। তবে এত বড় তারকা হলেও তাঁর পরিবারের সদস্যরা কিন্তু লাইমলাইট থেকে দূরেই থাকেন। স্ত্রী আলিয়া, মেয়ে শোরাকে (Shora Siddiqui) এতদিন অবধি বেশিরভাগ মানুষই চিনতেন না। কিন্তু সম্প্রতি অভিনেতার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে।

নওয়াজ এমন একজন অভিনেতা যিনি মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রে চলে আসেন। তবে ব্যক্তিগত জীবনের সৌজন্যে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন তিনি। তবে এবার নিজের মেয়ের (Nawazuddin Siddiqui daughter) কারণে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন ‘সেক্রেড গেমস’ অভিনেতা। নওয়াজ-কন্যার শোরার রূপ শুধু নয়, তাঁর ব্যবহারেও মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে।

   

Nawazuddin Siddiqui

কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় মেয়ে শোরার একটি ছবি শেয়ার করেছিলেন নওয়াজ। সেই ছবি দেখে অনেকেই বলেছিলেন, বাবার জেরক্স কপি সে। অভিনেতার সঙ্গে তাঁর মেয়ের মুখের প্রচুর মিল রয়েছে। কেউ কেউ আবার দাবি করেছিলেন, নওয়া-কন্যাকে দেখতে তাঁর মতো নয়, বরং বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের মতো।

কিছু সময় আগে ফের একবার শোরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখন তাঁকে বাবার সঙ্গে এয়ারপোর্টে দেখা গিয়েছিল। সাদামাটা পোশাক এবং নম্র ব্যবহারে সেবারও নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন তিনি। অনেকে এও বলেছিলেন যে, নওয়াজ-কন্যার মধ্যে বলিউড নায়িকা হওয়ার সমস্ত গুণ রয়েছে।

Shora Siddiqui, Nawazuddin Siddiqui daughter

একবার এক সাক্ষাৎকারে মেয়ে শোরার সম্বন্ধে কথা বলতে গিয়ে নওয়াজ বলেছিলেন, ‘হাড্ডি’ ছবিতে মহিলা বেশে তাঁকে দেখে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল তাঁর মেয়ে। কিন্তু পরে শোরা বুঝতে পারেন, অভিনয়ের খাতিরে এমন পোশাক পরেছেন তাঁর বাবা। তাই চিন্তা করা বন্ধ করে দেন।

Shora Siddiqui, Nawazuddin Siddiqui daughter

নওয়াজের আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, এই মুহূর্তে তাঁর হাতে ঠাসা কাজ রয়েছে। ‘হাড্ডি’ ছাড়াও অভিনেতার হাতে ‘টিকু ওয়েডস শেরু’, ‘বোলে চুড়িয়া’, ‘নুরানি চেহরা’র মতো ছবি রয়েছে। বিশেষত, নওয়াজের ‘হাড্ডি’ ছবিটি দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন।