• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন বলিউডে সফল হয়েও বি গ্রেড ছবি অভিনয়? ১৮ বছর পর বিস্ফোরক মিঠুনের ছেলে

Updated on:

Bollywood actor Mimoh Chakraborty reveals why Mithun Chakraborty worked in B Grade movies

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতাদের মধ্যে একজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাংলার এই ছেলে প্রতিভার জোরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন, আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। মিঠুন যে কত সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। তবে নিজের সুদীর্ঘ কেরিয়ারে বেশ কিছু বি গ্রেড ছবিতেও (B Grade Movies) অভিনয় করেছিলেন ‘ডিস্কো ডান্সার’।

মিঠুন এমন একজন অভিনেতা যিনি বলিউডে গিয়েই সাফল্যের মুখ দেখেননি। বরং অনেক কষ্ট করে সফল হয়েছেন তিনি। তবে কেরিয়ারের শীর্ষে পৌঁছে যাওয়ার পরেও কিন্তু মিঠুনের লড়াই শেষ হয়নি। বরং সুপারস্টার হয়ে যাওয়ার পরেও একসময় তাঁর হাতে কাজ ছিল না। এমনকি বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন তিনি।

Mithun Chakraborty, Mithun Chakraborty B grade movies

সম্প্রতি বাবার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমো (Mimoh Chakraborty)। মিঠুন-পুত্র বলেন, তাঁর মা তথা অভিনেত্রী যোগিতা বালি মিঠুনের জীবনের সকল চড়াই-উৎরাইয়ের সাক্ষী ছিলেন। অভিনেতার জীবনে এমন একটা সময় এসেছিল যখন তাঁর একাধিক সিনেমা ফ্লপ হচ্ছিল। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সাফল্য পাচ্ছিলেন না বঙ্গ তনয়।

সেই সময় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, অনেক সময় চার শিফটেও কাজ করতেন মিঠুন। কিন্তু তাও কিছুতেই বক্স অফিসে লক্ষ্মীলাভ করছিল না তাঁর সিনেমা। সেই সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সংসার চালানোর জন্য এবং পরিবারের পাশে দাঁড়াতে বি গ্রেড ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন মিঠুন।

Mithun Chakraborty and Mimoh Chakraborty, Mimoh Chakraborty on Mithun Chakraborty B grade movies

মিমো জানান, কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই বি গ্রেড ছবিতে কাজের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর বাবা। অভিনেতা-পুত্র আরও জানান, একটা সময় এমন ছিল যে মিঠুনের কাছে শোওয়ার জায়গাটুকুও ছিল না। কিন্তু সেখান থেকে লড়াই করে আজ এই স্থানে এসে পৌঁছেছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া’ ছবির হাত ধরে সিনেদুনিয়ায় ডেবিউ করেছিলেন মিঠুন। মৃণাল সেন পরিচালিত এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। তা সত্ত্বেও অবশ্য বলিউডে এসেই সাফল্য পাননি বঙ্গ তনয়। অনেক লড়াই করেই সুপারস্টার তকমা ছিনিয়ে নিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥