• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি রয়েছে অফুরন্ত যৌবন! ৭০ বছর বয়সে চার নম্বর বিয়ে করেছেন কবির বেদি

Published on:

Kabir Bedi four marriages

বলিউডের (Bollywood) একজন বিখ্যাত ও প্রবীণ অভিনেতা কবির বেদী (Kabir Bedi)। আজ অভিনেতার ৭৬ তম জন্মদিন। নিজের দুর্দান্ত অভিনয়ের দৌলতে একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। বলিউড তো বটেই আন্তর্জাতিক চলচ্চিত্রেও কাজ করেছেন অভিনেতা। অভিনয়ের কারণে ইন্ডাস্ট্রিতে বেশ প্রশংসিত তিনি। তবে অভিনেতার বাস্তব জীবনটাও সিনেমার থেকে কোনো অংশে কম নয়!

অভিনেতা মোট চারবার বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেছিলেন একজন নৃত্যশিল্পী প্রতিমা বেদীকে (Pratima Bedi)। ১৯৬৯ সালে প্রতিমা ও অভিনেতা গাঁটছড়া বাঁধেন। তাদের দুই সন্তান ছিল। একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম সিদ্ধার্থ বেদী ও মেয়ে পূজা বেদী। কবির ও প্রতিমার মাঝে অভিনেত্রী পারভীনের কারণে দূরত্ব সৃষ্টি হলে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর ১৯৯৭ সালে কবিরের ছেলে সিদ্ধার্থ আত্মহত্যা করেন। প্রতিমা ছেলের মৃত্যু সাহায্য করতে না পেরে শোকের ফলে এক দুর্ঘটনায় মারা যান।

প্রতিমা বেদীকে,Pratima Bedi,পারভীন ববি,Parveen Babi,Sussanne Humphreys,সুজান হামফ্রেস,নিক্কিকে,Nikki,Kabir Bedi,Kabir Bedi wifes,kabir bedi four marriages,Bollywood Gossip,বলিউড গসিপ,কবির বেদি

অভিনেত্রী পারভীন ববি (Parveen Babi) ও কবিরের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ট হতে থাকে। কবির বেদীর হাত ধরে পারভীন হলিউড যাত্রা করেন। কিন্তু কাজের জগতে বিভিন্ন কারণে তাদের মাঝে মতবিরোধ দেখা দিতে শুরু করলে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারা ভিন্ন পথ বেছে নেন। তাদের সম্পর্কের ইতি ঘটে।

প্রতিমা বেদীকে,Pratima Bedi,পারভীন ববি,Parveen Babi,Sussanne Humphreys,সুজান হামফ্রেস,নিক্কিকে,Nikki,Kabir Bedi,Kabir Bedi wifes,kabir bedi four marriages,Bollywood Gossip,বলিউড গসিপ,কবির বেদি

এরপর অভিনেতা দ্বিতীয়বার বিয়ে করেন সুজান হামফ্রেসকে (Sussanne Humphreys) । অভিনেত্রী পারভীনের সাথে সকল সম্পর্ক ছিন্ন হওয়ার পর কবির ফ্যাশন ডিজাইনার সুজান হামফ্রেসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের বিয়ের খবর শোনা গিয়েছিলো। কবির ও জনপ্রিয় ফ্যাশন ডিজাইনের সুজানের একটি ছেলে আছে যার নাম আদম বেদী। তিনিও একজন নামকরা মডেল।

প্রতিমা বেদীকে,Pratima Bedi,পারভীন ববি,Parveen Babi,Sussanne Humphreys,সুজান হামফ্রেস,নিক্কিকে,Nikki,Kabir Bedi,Kabir Bedi wifes,kabir bedi four marriages,Bollywood Gossip,বলিউড গসিপ,কবির বেদি

 

সুজানের সাথেও অভিনেতার সম্পর্ক স্থায়ী হয় না। তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ১৯৯০ সালে অভিনেতা তৃতীয় বার বিয়ে করেন একজন রেডিও ও টিভি উপস্থাপক নিক্কিকে (Nikki)। কিন্তু বিয়ের প্রায় ১৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের সম্পর্কের অবসান হয়।

প্রতিমা বেদীকে,Pratima Bedi,পারভীন ববি,Parveen Babi,Sussanne Humphreys,সুজান হামফ্রেস,নিক্কিকে,Nikki,Kabir Bedi,Kabir Bedi wifes,kabir bedi four marriages,Bollywood Gossip,বলিউড গসিপ,কবির বেদি

নিকির সাথে সম্পর্ক ভাঙার পরও অভিনেতা হার মানেননি। তিনি আবারো চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নেন। তবে এবার অভিনেতা বিয়ে করেন নিজের থেকে বয়সে ৩০ বছরের ছোট মডেল পারভীন দোসাঞ্জ। অভিনেতার ৭০ টম জন্মদিনের ঠিক একদিন আগে অভিনেতা এই বিয়ে সম্পন্ন করেছেন। তবে এও জানা যায়, মডেল ও চলচ্চিত্র প্রযোজক পারভীনের সাথে বিয়ের আগে অভিনেতা ও পারভীন ১০ বছর লিভ – ইন রিলেশনশিপে ছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥