• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছেড়ে এবার ‘ডাক্তারি’ করবেন আয়ুষ্মান খুরানা! অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Published on:

Ayushmann khurrana Doctor G

বলিউড (Bollywood) অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann khurrana) বরাবরই খানিক উল্টো স্রোতে ভাসতে পছন্দ করেন। একেঘেয়ে, গতে বাঁধা চরিত্র এক্কেবারে না পসন্দ অভিনেতার। তিনি যতবারই পর্দায় আসেন ততবারই তাকে দেখা যায় নতুন অবতারে। মাত্র আট বছরের কেরিয়ারেই নিজের অভিনয়ের জন্য অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন আয়ুষ্মান। কমার্শিয়াল হিন্দি ছবিতেও তিনি বারংবার এনে দিয়েছেন নতুনত্বের স্বাদ।

এবার ফের ঝুলিতে নতুন চরিত্র ভরে সুখবর দিলেন অভিনেতা। অভিনেতা বর্তমানে চণ্ডীগড়ে বেজায় ব্যস্ত তার পরবর্তী ছবির শুটিং নিয়ে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষারত কোন চরিত্রে মাঠে নামবেন আয়ুষ্মান।

অবশেষে সমস্ত কৌতুহলের অবসান ঘটিয়ে তার আসন্ন ছবির ঘোষণা করলেন আয়ুষ্মান। পরবর্তী ছবিতে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে তাকে। হাতে ‘ডক্টর জি’র (Doctor G) স্ক্রিপ্ট নিয়ে নিজেই সুখবর জানালেন অভিনেতা। ক্যাপশানে লিখলেন, ‘অপেনিং সুন ফর কনসাল্টেন্স’।

Ayushmann khurrana Doctor G

ইতিমধ্যেইডক্টর জি  ছবির জন্য নিজেকে একটু একটু করে তৈরি করতে শুরু করে দিয়েছেন অভিনেতা৷ চোখে মোটা কালো ফ্রেমের চশমা, ব্যাকব্রাশ করা চুলে নতুন লুকে নজর কেড়েছেন অভিনেতা।

অভিনেতার হাতে ধিরা স্ক্রিপ্ট থেকেই জানা গেল, ‘জংলি পিকচার্স’ প্রযোজিত ‘ডক্টর জি ‘র পরিচালনা করবেন অনুভূতি কাশ্যপ।গল্প বুননের দায়িত্বে সুমিত সাক্সেনা। এর আগে ‘লাস্ট স্টোরিজ’-এ করণ জোহরের ছবিটি লিখেছেন সুমিত। এ ছাড়াও ‘পেয়ার কা পঞ্চনামা’ তাঁর লেখা। আয়ুষ্মান ইতিমধ্যেই এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি জানান, ‘ডক্টর জি’র চিত্রনাট্য পড়েই প্রেমে পড়ে গিয়েছিলেন আয়ুষ্মান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥