• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬০ পেরিয়েও দিল তো বাচ্চা হ্যায় জি! যুবতীকে বিয়ে করে বাংলার জামাই হলেন আশিস বিদ্যার্থী

Published on:

Bollywood actor Asish Vidyarthi got married at the age of 60

বলিউড (Bollywood) এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের অভিনয়ের মাধ্যমে দুই ইন্ডাস্ট্রিকেই সমৃদ্ধ করেছেন এই অভিনেতা। দেখতে দেখতে ৬০ বছর বয়স হয়ে গেলেও অভিনয় করা কিন্তু বন্ধ করেননি তিনি। এখনও নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছেন আশিস। বৃহস্পতিবার এই অভিনেতাই সাত পাকে বাঁধা (Marriage) পড়লেন।

কথাতেই আছে, প্রেমে পড়লে বয়সের কোনও হিসেব রাখতে নেই। যতই ফিল্মি শোনাক না কেন, বাস্তব জীবনেও কিন্তু এই কথাটি ১০০% প্রযোজ্য। সম্প্রতি সেটাই প্রমাণ করে দিলেন আশিস। ৬০ বছরে এসে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা। জামাইষষ্ঠীর দিনেই সাত পাকে বাঁধা পড়লেন রূপালি বড়ুয়ার (Rupali Barua) সঙ্গে।

Ashish Vidyarthi marriage, Ashish Vidyarthi wedding, Ashish Vidyarthi and Rupali Barua

আশিসের স্ত্রী জন্মসূত্রে অসমের গুয়াহাটির মেয়ে। তবে কর্মসূত্রে কলকাতার সঙ্গে গভীর যোগ রয়েছে রূপালির। এখানকার ফ্যাশান দুনিয়ার মানুষ তিনি। কাজের সূত্রে এখন এখানেই থাকেন তিনি। বিয়ের জন্যেও তিলোত্তমাকেই বেছে নিয়েছিলেন আশিস এবং রূপালি। আজ কলকাতার এক ক্লাবে কাছের মানুষদের উপস্থিতিতেগাঁটছড়া বাঁধেন দু’জনে।

বিয়ের দিন আশিস সেজেছিলেন ঘিরে রঙের পাঞ্জাবিতে। অপরদিকে রূপালির পরনে ছিল সাদা এবং সোনালি রঙের শাড়ি। সেই সঙ্গে ছিমছাম গয়না এবং হালকা মেক আপ। প্রথমে আইনি মতে বিয়ে সারেন দু’জনে। এরপর ছোট্ট করে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। বড়-কনের পরিবারের সদস্য এবং কাছের মানুষরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

Ashish Vidyarthi marriage, Ashish Vidyarthi wedding, Ashish Vidyarthi and Rupali Barua

আশিস বলেন, জীবনের এই পর্যায়ে তিনি রূপালিকে পাশে পেয়ে অভিভূত হয়ে গিয়েছেন। বিয়ের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বন্ধুবান্ধবদের এবং কাছের মানুষদের নিয়ে উদযাপন করেন তাঁরা। অপরদিকে রূপালি জানান, আশিসের মানবিকতা বোধ তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আশিস। তাঁদের এক সন্তানও আছে। কীভাবে প্রেমে পড়লেন রূপালির? প্রশ্ন করা হয়েছিল জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতাকে। আশিস বলেন, সে এক লম্বা কাহিনী!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥