• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমির খান সেটা আবার কে? বয়স কালে ক্ষেপে গেছেন অন্নু কাপুর! কটাক্ষ নেটিজেনদের, রইল ভাইরাল ভিডিও

Published on:

Annu Kapoor says he doesn’t know Aamir Khan

বলিউডের সুপারস্টার আমির খান (Aamir Khan)। তাঁকে কে না চেনে। এক ডাকে তাঁকে সবাই চিনে নিতে পারেন। তবে সেই জনপ্রিয় অভিনেতাকেই চিনতে পারছেন না বলিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। প্রকাশ্যেই সাংবাদিকদের জিজ্ঞেস করলেন ‘কে আমির খান?’

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ চলতি সপ্তাহেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক এটি। এই মুহূর্তে ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। সেই ছবি প্রসঙ্গেই অন্নু কাপুরকে জিজ্ঞেস করা হলে, তিনি আমিরকে চিনতে ব্যর্থ হন।

Aamir Khan and Annu Kapoor

অন্নু এই মুহূর্তে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ক্র্যাশ কোর্স’এর প্রচার করছেন। সেই সময়ই সেই অনুষ্ঠানে উপস্থিত একজন সাংবাদিক অভিনেতাকে জিজ্ঞেস করেন, ‘স্যার আমির স্যারের ছবি লাল সিং চাড্ডা শীঘ্রই মুক্তি পেতে চলেছে…’ যা শুনে জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা বলেন, ‘সেটা কোন সিনেমা? আমি এখন ছবি দেখি না। আমি জানি না’।

সঙ্গে সঙ্গে অন্নু সাহেবের ম্যানেজার বলেন, ‘এই বিষয়ে কোনও মন্তব্য করব না’। যা শুনে বর্ষীয়ান অভিনেতা বলে ওঠেন, ‘না না মন্তব্য করব না সেটা নয়। আমি এখন সিনেমাই দেখি না। নিজেরও না, অন্য লোকেরও না। আমি সত্যিই জানি না ইনি কে। তাই আমি কীভাবে বলব উনি কে’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

একই ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্ত্বেও আমিরের মতো সুপারস্টারকে অন্নু কাপুর চিনতে না পাড়ায় নেটিজেনদের একাংশ বেশ অবাক হয়েছেন। মুহূর্তের মধ্যে তাঁর সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের কয়েকজনের বক্তব্য, অন্নু কাপুর নাকি পাগল হয়ে গিয়েছেন। সেই কারণেই আমিরের মতো সুপারস্টারকে চিনতে পারছেন না তিনি।

Annu Kapoor says he doesn’t know Aamir Khan

একজন নেটাগরিক সেই ভিডিওয় কমেন্ট করেছেন, ‘তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ কেন করছেন?’ আর একজন আবার লিখেছেন, ‘উনি বললেন উনি নাকি আমির খানকে চেনেন না। সিরিয়াসলি?’ একজন তো আবার লিখেছেন, অন্নু কাপুর নাকি পুরো বলিউড ইন্ডাস্ট্রির ওপরই রেগে আছেন। আর সেই রাগ থেকেই বলেছেন তিনি আমির খানকে চেনেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥