• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমিতাভের দৌলতেই থালাইভা! ‘বিগ বি’র এই ৭ ছবি রিমেক করেই আজ সুপারস্টার রজনীকান্ত

বলিউড (Bollywood) এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির (South Indian Industry) দুই সুপারস্টার হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রজনীকান্ত (Rajinikanth)। তুখোড় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন তাঁরা। ভারতে তো বটেই, গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁদের। ‘অন্ধা কানুন, ‘গ্রেফতার’, ‘হাম’ সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন দুই তারকা। তবে আপনি কি জানেন, অমিতাভ অভিনীত বহু ব্লকবাস্টার ছবির রিমেকেও (Ramake) অভিনয় করেছেন রজনীকান্ত। আজ ‘থালাইভা’র সুপারস্টার হওয়ার পিছনে সেই ছবিগুলির অবদানও ব্যাপক।

দিওয়ার (Deewar)- ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ার’ ছবিটি অমিতাভের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১৯৮১ সালে ‘থি’ নামে সাউথে রিমেক হয় এই ছবির। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। ব্যাপক হিট হয়েছিল এই সিনেমা।

   

Deewar and Thee, Remake of Amitabh Bachchan movies that made Rajinikanth superstar

ডন (Don)- অমিতাভের কেরিয়ারের আইকনিক ছবিগুলির মধ্যে একটি হল ‘ডন’। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার সাউথ রিমেকে অভিনয় করেছিলেন রজনীকান্ত। সাউথের তারকা হিসেবে রজনীকান্তকে প্রতিষ্ঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সিনেমা।

Don south remake, Remake of Amitabh Bachchan movies that made Rajinikanth superstar

খুদ্দার (Kud-Daar)– ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খুদ্দার’ ছবিটি বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছিল। এরপর ১৯৮৫ সালে ‘পাড়িক্কাদাভান’ নামে সাউথে রিমেক হয় ছবিটির। এই সিনেমাটিও বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল।

Khud-Dar and Padikkadavan, Remake of Amitabh Bachchan movies that made Rajinikanth superstar

কসমে বাধে (Kasme Vaade)- ১৯৭৮ সালে অন্যতম হিট ছবি ছিল ‘কসবে বাধে’। পরবর্তীকালে এই সিনেমাটিও সাউথে রিমেক হয়। দক্ষিণী ভার্সনে অভিনয় করেছিলেন রজনীকান্ত, প্রভু এবং সুহাসিনী মণিরত্নম। ছবিটির নাম রাখা হয়েছিল ‘ধর্মাতিন থালাইভান’।

Dharmathin Thalaivan, Remake of Amitabh Bachchan movies that made Rajinikanth superstar

নমক হালাল (Namak Halaal)- প্রকাশ মেহরা পরিচালিত ‘নমক হালাল’র নামও তালিকায় রয়েছে। ১৯৮৭ সালে ‘ভেলাইক্কারান’ নামে এই ছবির সাউথ রিমেক তৈরি হয়। মুখ্য চরিত্রে ছিলেন রজনীকান্ত।

Namak Halaal and Velaikkaran, Remake of Amitabh Bachchan movies that made Rajinikanth superstar

লাওয়ারিশ (Laawaris)- প্রকাশ মেহরা পরিচালিত আরও একটি সিনেমার নাম তালিকায় রয়েছে। ‘লাওয়ারিশ’ ছবিটি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল। ১৯৯০ সালে ‘পানাক্কারান’ নামে ছবিটির সাউথ রিমেক তৈরি হয়। এই সিনেমার হাত ধরে রাতারাতি রজনীকান্তের কেরিয়ারের মোড় ঘুরে যায় বলে শোনা যায়।

Laawaris and Panakkaran, Remake of Amitabh Bachchan movies that made Rajinikanth superstar

অমর আকবর অ্যান্টনি (Amar Akbar Anthony)- বলিউডের ইতিহাসের অত্যন্ত আইকনিক একটি সিনেমা হল ‘অমর আকবর অ্যান্টনি’। অমিতাভের কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমাও বটে। এই ছবিটিও সাউথে রিমেক হয়েছিল।

Amar Akbar Anthony Ram Robert Rahim, Remake of Amitabh Bachchan movies that made Rajinikanth superstar

‘অমর আকবর অ্যান্টনি’র সাউথ রিমেক হল ‘রাম রবার্ট রহিম’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত, কৃষ্ণ এবং চন্দ্র মোহন।