• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বছরে গায়েত্রী মন্ত্র পাঠ অক্ষয় কুমারের! প্রার্থনা করলেন সকলের সুখ এবং সাফল্যের জন্য

Akshay Kumar

২০২১ (2021) সাল অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর উদযাপনে মেতেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। এই বিশেষ দিনে তারকারাও তাদের অনুরাগীদের জানিয়েছেন নিউ ইয়ারের শুভেচ্ছা। তবে বলিউড খিলাড়ী অক্ষয় কুমার (Akshay Kumar) এর শুভেচ্ছা জানানোর ধরন মন ছুঁয়েছে অসংখ্য নেটবাসীর।

সম্প্রতি অক্ষয় কুমার নিজের ইন্সটাগ্রাম (Instagram) হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ২০২১ এর প্রথম সূর্যোদয়ের সঙ্গে শোনা গেছে অক্ষয়ের গলায় গায়েত্রী মন্ত্র পাঠ (Gayatri Mantra)। এই অসাধারণ ভিডিও পোস্ট করে ক্যাপশনে অক্ষয় লেখেন ‘আপনি যদি ২০২১ এর সূর্যোদয় মিস করে থাকেন তবে এখানে দেখে নিন, সকলের উন্নতি সাফল্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ”

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অক্ষয় এখন বেজায় ব্যস্ত তার আগামী ছবির শ্যুটিং নিয়ে। এবার সারা অক্ষয় দুজনেই কোমর বেঁধে তৈরি ‘অতরাঙ্গি রে’ ( Atrangi re) ছবির শুটিং এর জন্য।বলিউডে কয়েক দশক ধরে রাজ করছেন অক্ষয় কুমার। এবার তার সঙ্গেই স্ক্রীন শেয়ার করছেন উড়তি অভিনেত্রী সারা আলি খান।

Akshay kumar

এর আগেও বিজেপির বিভিন্ন প্রকল্প নিয়ে সিনেমা করেছেন বলিউডের অক্কি। তাই তাকে অনেকেই ‘দ্য পোস্টারবয় অব ন্যাশনালিজম’ বলেও ডাকেন। পরবর্তীতে তাকে দেখা যাবে, অভিষেক শর্মা পরিচালিত ‘রামসেতু’ (Ram Setu) ছবিতে। এই ছবিটি রাম সেতুর দীর্ঘ ইতিহাস নিয়ে তৈরি হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥