• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন ৫৭ বছরের ‘বুড়ো’র সাথে বোনের বিয়ে দিয়েছেন অক্ষয় কুমার? কারণ চমকে দেওয়ার মত

বলিউড (Bollywood) অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে না। নিজের তুখোড় অভিনয় প্রতিভার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি। ভারতে তো বটেই, বিদেশেও একাধিক অনুরাগী রয়েছে তাঁর। তবে অক্ষয় এত বড় তারকা হলেও তাঁর পরিবার কিন্তু বরাবর পর্দার আড়ালেই থেকেছে। অনেকেই জানেন না, অভিনেতার এক সুন্দরী বোনও (Akshay Kumar Sister) রয়েছে, যার নাম অলকা (ভাটিয়া Alka Bhatia)

অক্ষয়ের পরিবার বলতে অনুরাগীরা স্ত্রী টুইঙ্কল এবং তাঁদের সন্তানদেরই চেনেন। অভিনেতার মা, বাবা, বোনের বিষয়ে অনেকেই জানেন না। এত বড় সুপারস্টারের পরিবারের সদস্য হলেও নিজেদের লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছেন তাঁরা। যদিও সম্প্রতি অক্ষয়ের পরিবারের বিষয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা শোনার পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন।

   

Akshay Kumar sister, Alka Bhatia, Akshay Kumar and Alka Bhatia

পর্দার মতো বাস্তবে জীবনেও অক্ষয় খুব ভালো একজন ভাই। সারা জীবন নিজের বোনকে আগলে আগলে রেখেছেন তিনি। তবে আপনি কি জানেন, সেই অক্ষয়ই ৫৭ বছরের এক ‘বুড়ো’র সঙ্গে নিজের সুন্দরী বোনের বিয়ে দিয়েছেন! অলকার বিয়ের প্রায় ১১ বছর পর সামনে এসেছে সেকথা।

বেশ কয়েক বছর আগে কপিল শর্মার শোয়ে গিয়ে নিজের বোনের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন অক্ষয়। লাইমলাইট থেকে দূরে থাকলেও অক্ষয়ের বোন কিন্তু বলিউড নায়িকাদের মতোই সুন্দরী। তবে অক্ষয়ের বোনের থেকে তাঁর বর কিন্তু বয়সে বেশ অনেকটা বড়।

Akshay Kumar sister, Alka Bhatia, Akshay Kumar sister marriage

২০১২ সালে ব্যবসায়ী সুরেন্দ্র হিরানন্দানির (Surendra Hiranandani) সঙ্গে গাঁটছড়া বাঁধেন অক্ষয়ের বোন। অলকার থেকে তাঁর স্বামী প্রায় ১৫ বছরের বড়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অলকা এবং সুরেন্দ্র ভালোবেসে বিয়ে করেছেন। তবে অলকা যখন দাদা অক্ষয়কে তাঁদের সম্পর্কের কথা বলেছিলেন সেই সময় তিনি নাকি হতভম্ব হয়ে যান। যদিও পরে বোনের খুশির দিকে তাকিয়ে এই সম্পর্ক মেনে নেন বলিউডের ‘খিলাড়ি’।

Akshay Kumar sister, Alka Bhatia, Alka Bhatia and Surendra Hiranandani

আজ দেখতে দেখতে প্রায় ১১ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন অলকা এবং সুরেন্দ্র। অভিনেতার বোনের বয়স এখন ৫০ পেরিয়েছে। অপরদিকে তাঁর স্বামী ৬৮ অতিক্রম করে ফেলেছেন। বিয়ের এক দশক পরেও অলকা এবং সুরেন্দ্রর মধ্যেকার ভালোবাসা দেখার মতো।

site