বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) বহুপ্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল ‘ওহ মাই গড ২’ (OMG 2)। গত দেড় বছর ব্যাক টু ব্যাক ৫টি ফ্লপের পর এই ছবির হাত ধরে কেরিয়ারে ঘুরে দাঁড়াতে চাইছেন বি টাউনের ‘খিলাড়ি’। ‘ওহ মাই গড ২’র কাস্টিং এবং প্রথম পোস্টার আগেই প্রকাশ্যে এসে গিয়েছিল। সোমবার শিবরূপে (Lord Shiv) নিজের প্রথম লুক (First Look) এবং রিলিজ ডেট (Release Date) ঘোষণা করলেন আক্কি।
গত দেড় বছরে অক্ষয়ের একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘বচ্চন পাণ্ডে’ থেকে শুরু করে চলতি বছর রিলিজ হওয়া ‘সেলফি’- আক্কির প্রত্যেকটি সিনেমা ফ্লপ হয়েছে। অনেকেই বলছিলেন, অক্ষয়ের কেরিয়ার শেষ। এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবেন না তিনি। তবে ‘ওহ মাই গড ২’তে অক্ষয়ের লুক দেখার পর অন্য কথা বলছেন সিনেপ্রেমী মানুষরা।
আজ অক্ষয় যে পোস্টার শেয়ার করেছেন সেখানে তাঁকে ভগবান শিবের অবতারে দেখা গিয়েছে। মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা পরে একেবারে অন্য রকম দেখাচ্ছে অভিনেতাকে। ‘ওহ মাই গড ২’তে নিজের এই লুকের ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘ব্যস, আর কিছুদিনের অপেক্ষা। ‘ওহ মাই গড ২’ ১১ আগস্ট প্রেক্ষাগৃহে রিলিজ করবে। টিজারও শীঘ্রই মুক্তি পাবে’।
অক্ষয় শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় মহাদেব রূপে তাঁর এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ‘ওহ মাই গড ২’ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। যদিও শুধু অক্ষয়ই নয়, ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর লুকও আজ প্রকাশ করেছেন নির্মাতারা।
View this post on Instagram
পঙ্কজের ছবিতে দেখা যাচ্ছে, মাথায় তিলক লাগিয়ে হাত জোড় করে বসে আছেন তিনি। পঙ্কজের ফার্স্ট লুকের ছবি শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লেখেন, ‘সত্যের পথে দেখা হচ্ছে’। অক্ষয়ের শেয়ার করা এই দুই পোস্টারেই একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। কেউ নিজের উচ্ছ্বাস জাহির করছেন, কেউ আবার সাবধান করছেন বলি অভিনেতাকে।
View this post on Instagram
‘আদিপুরুষ’ দেখার পর নেটিজেনদের একাংশ ‘ওহ মাই গড ২’ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। একজন যেমন অক্ষয়কে সতর্ক করে লিখেছেন, ‘আশা করব সিনেমায় আপনি হিন্দু ধর্ম নিয়ে ঠাট্টা করবেন না’। প্রসঙ্গত, অক্ষয় এবং পঙ্কজ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অরুণ গোভিল এবং ইয়ামি গৌতম। আপাতত ছবি রিলিজের জন্য অপেক্ষা করে বসে রয়েছেন দর্শকরা।