• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিংসা করে বৌ ঐশ্বর্যকে সিনেমা করতে মানা! খবর প্রকাশ্যে আসতেই কি বললেন স্বামী অভিষেক?

Updated on:

Bollywood actor Abhishek Bachchan reacts as netizen asks him to let Aishwarya Rai Bachchan sign more films

বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)। এই দুই তারকার মধ্যেকার ভালোবাসা, বোঝাপড়া অনেকক জুটিকেই অনুপ্রেরণা জোগায়। অতীতে বহুবার স্বামীর প্রশংসা করেছেন রাই সুন্দরী। অভিনেত্রীর মুখে সেসব কথা শোনার পর অনেকেই বলেছিলেন, বলিউডের সেরা স্বামী অমিতাভ-পুত্রই। তবে এবার জানা গেল, এই অভিষেকই নাকি স্ত্রীকে সিনেমা (Fims) করতে বারণ করে দিয়েছেন।

সকলেই জানেন, বিয়ের পর সিনেমা করা অনেকটা কমিয়ে দিয়েছেন ঐশ্বর্য। স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সকলে ভেবেছিলেন, মিসেস বচ্চন নিজে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন শোনা যাচ্ছে, এই সিদ্ধান্তের নেপথ্যে নাকি অভিষেক রয়েছেন। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা নিজে।

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan, Abhishek Bachchan stopped Aishwarya Rai Bachchan from doing films

সদ্য প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ঐশ্বর্য অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ২’। বেশ অনেকটা সময় অভিনয় জগত থেকে দূরে থাকার পর ‘পোন্নিয়িন সেলভান’ ফ্র্যাঞ্চাইজির হাত ধরে কামব্যাক করেছেন রাই সুন্দরী। স্ত্রীয়ের সিনেমা দেখার পর টুইট করে উচ্ছ্বসিত প্রশংসা করেন অভিষেক।

জুনিয়র বচ্চন টুইটারে লেখেন, ‘পোন্নিয়িন সেলভান ২’ এককথায় দারুণ। আমি ভাষা হারিয়ে ফেলছি। দারুণ লাগছে। সম্পূর্ণ টিমকে শুভেচ্ছা জানাই। আর মিসেসকে (ঐশ্বর্য) নিয়ে তো আমার গর্বে বুক ভরে যাচ্ছে। এখনও পর্যন্ত ওঁর সেরা সিনেমা’। অভিষেকের এই টুইটের জবাবে একজন নেটিজেন লেখেন, ‘আপনার গর্ব করাও উচিত। এখন দয়া করে আপনি ওনাকে আরও বেশি ছবি করতে দিন এবং নিজে আরাধ্যার খেয়াল রাখুন’।

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan, Abhishek Bachchan stopped Aishwarya Rai Bachchan from doing films

সংশ্লিষ্ট নেটিজেনের টুইটটি নজর এড়ায়নি জুনিয়র বচ্চনের। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে লেখেন, ‘আমি ওঁকে সই করার অনুমতি দেব? কোনও কিছু করার জন্য ওঁর একেবারেই আমার অনুমতি দেওয়ার দরকার নেই। বিশেষত, ও যে জিনিস ভালোবাসে সেটা করার জন্য তো একেবারেই নয়’।


নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় অভিষেকের এই টুইট। ফের একবার নিজের জবাবের মাধ্যমে অনুরাগীদের মন জয় করে নেন অভিনেতা। একজন নেটিজেন যেমন অমিতাভ- পুত্রের ভূয়সী প্রশংসা করে লিখেছেন, ‘তোমার জবাব আমার জয় করে নিয়েছে। এখান থেকেই বোঝা যায় ঐশ্বর্যকে তুমি কতটা ভালোবাসো এবং সমর্থন করো। প্রত্যেক পুরুষের সাফল্যের পিছনে যেমন একজন মহিলা থাকেন, তেমনই প্রত্যেক মহিলার সাফল্যের পিছনে তোমার মতো একজন ভালো স্বামী থাকেন। দয়া করে ট্রোলিংকে পাত্তা দেবেন না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥