• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্ব সুন্দরী বৌ থাকতেও রানী মুখার্জীকে মনে পরে, গোপনে কি মেসেজ পাঠালেন অভিষেক!

Published on:

রানি মুখার্জি,Rani Mukherjeeঅভিষেক বচ্চন,Abhishek Bachchan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,সিমি গেরেওয়াল,Simi Garewal,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে এক সময় বলিউডের জনপ্রিয় জুটি হয়েছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং রানি মুখার্জি (Rani Mukherjee)। আজ রূপালি পর্দায় তাদের রোম্যান্স দেখে চোখ জুড়িয়ে যায় দর্শকদের। একসময় বলিউডের অন্দরে জোর ফিসফাস শোনা যায় তাদের পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে। রানিই হতে চলেছেন বচ্চন পরিবারের বৌমা। এই খবরও শোনা যেত আকছাড়।

কিন্তু আদতে তেমনটা হয়নি। একটা সময় পর ঐশ্বর্য রাইয়ের (Aishwariya Rai) সাথে সম্পর্কে আসার পর রানির সাথে দূরত্ব তৈরি হয় অভিষেকের। কিন্তু জানলে অবাক হবেন এই অভিষেকের ফোন থেকেই একবার রানির ফোনে মেসেজ গিয়েছিল ‘আমি তোমাকে মিস করছি।’ আচমকা জুনিয়র বচ্চনের ফোন থেকে এমন প্রেমমাখা মেসেজ প্রথমে কিছুটা হলেও হকচকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

রানি মুখার্জি,Rani Mukherjeeঅভিষেক বচ্চন,Abhishek Bachchan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,সিমি গেরেওয়াল,Simi Garewal,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

 

আসলে এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড হলেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। কারণ ‘ব্লাফমাস্টার’ কো-স্টার অভিষেক বচ্চনের ফোন ‘চুরি করে’ রানিকে এমন মেসেজ পাঠিয়েছিলেন খোদ প্রিয়াঙ্কা। আর এই ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে ‘ব্লাফমাস্টার’ ছবির শ্যুটিং সেটে। সিমি গেরেওয়ালকে (Simi Garewal) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই দুষ্টুমির কথা হাসিমুখে নিজেই স্বীকার করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা।

রানি মুখার্জি,Rani Mukherjeeঅভিষেক বচ্চন,Abhishek Bachchan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,সিমি গেরেওয়াল,Simi Garewal,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

মজার সেই সাক্ষাৎকারের একটি অংশ রবিবার নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছিলেন সিমি। সেখানে দেখা যায় সিমি সরাসরি প্রিয়াঙ্কার কাছে জানতে চাইছেন ‘তুমি অভিষেকের ফোন চুরি করেছিলে?’ উত্তরে হাসতে হাসতেই প্রিয়াঙ্কা বলেন ‘কিন্তু অভিষেক আমার ফোনটা আগে চুরি করেছিল, শুধু তাই নয় সেটা বন্ধ করে ওটার উপর ঘন্টার পর ঘন্টা বসেছিল। আমি পাগলের মতো ফোনটা খুঁজছিলাম। পরে যখন ওর বাইরে যাওয়ার দরকার পড়ে তখন আর বসে থাকতে না পেরে বাধ্য হয়ে আমাকে ফোনটা ফিরিয়ে দিয়েছিল।’


এরপরেই অভিষেকের থেকে শোধ তুলতে সুযোগ বুঝে অভিষেকের ফোন লুকিয়ে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। এরপর সটান রানি মুখার্জী কে ওই ফোন থেকে মেসেজ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি মিস ইউ, তুমি কোথায় আছো? তুমি কী…’। এরপর ভয় পেয়ে ফোনটা সুইচ অফ করে সেটা ভ্যানিটি ভ্যানে লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যান প্রিয়াঙ্কা। তবে জানা যায় উত্তরে রানি মুখার্জী পাল্টা লিখেছিলেন, ‘হাই এবি, তোমার কী সমস্যা? কিছু হয়েছে নাকি?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥