দেখতে দেখতে ১৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। ২০০৭ সালে ধুমধাম করে সাত পাক ঘুরেছিলেন তাঁরা। প্রায় গোটা বলিউড উপস্থিত ছিল সেই রাজকীয় বিয়েতে। সদ্য বিবাহবার্ষিকী উদযাপন করেছেন মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন। তবে আপনি কি জানেন, অভিষেক কিন্তু ঐশ্বর্যর প্রথম স্বামী (First husband) নন। এর আগেও একবার সাত পাক ঘুরেছিলেন অভিনেত্রী।
অভিষেক-ঐশ্বর্যর লাভ স্টোরি কোনও সিনেমার চেয়ে কম নয়। শোনা যায়, রাই সুন্দরীকে বিয়ে করবেন বলে নিজের প্রেমিকাকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন অভিষেক। অপরদিকে ঐশ্বর্যেরও বিয়ের আগে একাধিক অভিনেতার সঙ্গে প্রনয়ের সম্পর্ক ছিল। সলমন খান থেকে বিবেক ওবেরয়- সেই লিস্টে নাম রয়েছে একাধিক বলিউড তারকার।
কিন্তু শেষ পর্যন্ত অভিষেকের মধ্যেই নিজের মনের মানুষ খুঁজে পান ঐশ্বর্য। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। আজ তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। স্বামী ও সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী। তবে বলিউডের অন্দরের গুঞ্জন, অমিতাভ-পুত্রকে বিয়ে করার আগেও একবার চুপিসারে সাত পাক ঘুরেছিলেন ঐশ্বর্য। এমনকি বচ্চন পরিবারও এই বিয়ের কথা জানেন। তবে কখনও প্রকাশ করেনি।
অনেকে ভাবেন, চুপিসারে হয়তো কোনও প্রাক্তন প্রেমিকের গলায় মালা দিয়েছিলেন ‘দেবদাস’ নায়িকা। তবে তা একেবারেই সত্যি নয়। বরং অভিষেককে বিয়ে করার আগে রাজ সুন্দরী নাকি একটি গাছের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন।
আসলে ঐশ্বর্যর নাকি মাঙ্গলিক দোষ ছিল। এরপরই এই দোষ কাটানোর জন্য বচ্চন পরিবারের তরফ থেকে গাছকে বিয়ে করার পরামর্শ দেওয়া হয়। শোনা যায়, অমিতাভ-জয়ারা আজও এই ধরণের কুসংস্কারে বিশ্বাস করেন। সেই জন্যই ছেলে অভিষেকের জীবন নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি তাঁরা। হবু শ্বশুরবাড়ির আস্থার মান রাখতে গাছকে বিয়ে করেন ঐশ্বর্য।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বারাণসীতে গাছের সঙ্গে ঐশ্বর্যর বিয়ের আয়োজন করা হয়েছিল। গাছের সঙ্গে সাত পাক ঘোরার এক বছর পর জুনিয়র বচ্চনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রাজ সুন্দরী। যদিও এই বিষয়ে কখনও খোলামেলা আলোচনা করেনি বচ্চন পরিবারের কোনও সদস্য। এমনকি বহুবার এই বিষয়ে প্রশ্নের মুখে পড়লেও ঐশ্বর্য তা এড়িয়ে গিয়েছেন।