• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রেকিং খবরঃ ফের বলিউডের মহাকাশে নক্ষত্র পতন! প্রয়াত হলেন রানি মুখাজীর …

প্রয়াত বলিউডের (Bollywood) অভিনেতা ফারাজ খান (Faraaz Khan)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, শেষ মেশ অসুস্থতার কাছে হার মানলেন।বলিউড অভিনেত্রী পূজা ভাট (Puja Bhatt) নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করে ফারাজ খানের প্রয়ানের খবর জানিয়েছেন। অভিনেতার প্রয়ানের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেত্রী টুইট করে লিখেছেন, ‘ ভারী হৃদয়ে আমায় জানাতে হচ্ছে, ফারাজ খান আমাদের ছেড়ে চলে গেছেন’। সাথে তিনি সকলের কাছে  আবেদন জানিয়েছেন যাতে এই কঠিন সকলে ফারাজ খানের পরিবারের সাথে আন্তরিক ভাবে পাশে দাঁড়ায়। এর আগে অভিনেতার চিকিৎসার খরচ জোগাড়ের সময় অভিনেত্রী পূজা ভাটই প্রথম এগিয়ে এসেছিলেন। এবার তার প্রয়ানের খবরও তিনিই জানালেন।

   

যেমনটা জানা যাচ্ছে মস্তিকের সংক্ৰমণ জনিত  অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা ফারাজ খান। অসুস্থতা গুরুতর হওয়ায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখানেও অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়ে থাকে। এর আগেও ফারাজ খানের শারীরিক অসুস্থতার খবর শিরোনামে এসেছিল। অভিনেতার পরিবার চিকিৎসার অর্থের জন্য চেষ্টা চালাচ্ছিলেন। সালমান খান (Salma Khan) তখন ফারাজ খানের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন। কিন্তু শেষরক্ষা হলো না, অসুস্থতার কাছে হার মেনেনিলেন বলিউডের এই অভিনেতা ফারাজ খান।

বলিউডের এই অভিনেতা ফারাজ খান আশি ও নব্বই এর দশকে একেরপর এক দুর্দান্ত ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। ‘মেহেন্দি’, ‘ফারেব’, ‘দিল নে ফিরে ইয়াদ কিয়া’, ও ‘লাভ স্টোরি ১৯৯৮’ হল অভিনেতার উল্লেখযোগ্গ্য় ছবি।

site