• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার লোভে সব করতে রাজি! উঠতি বয়সের এই যুবতীর কুকীর্তির ভিডিও রাতের ঘুম কেড়ে নেবে

সময়ের সাথে সাথে বিনোদন যেমন পাল্টেছে তেমনি পাল্টেছে এন্টারটেনমেন্টের মাধ্যম। এখন সবার হাতেই স্মার্টফোন, আর তাতে যার যেটা ইচ্ছা সেটাই দেখতে পারে। উঠতি বয়সের ছেলে মেয়ে হোক বা প্রাপ্ত বয়স্ক সকলেই ওয়েব সিরিজ (Web Series) থেকে শর্টফিল্ম (Shortfilm) আজকাল বেশ পছন্দ করছে। সেই কারণেই রমরমা বাজার ওটিটি প্ল্যাটফর্মের। অনলাইনে এই অ্যাপগুলিতে বোল্ড ওয়েব সিরিজ (Bold Web Series) ও শর্টফিল্মের (Bold Shortfilm) চাহিদা যেন আকাশ ছুঁয়েছে।

এতে একদিকে যেমন বিনোদনের খিদে মিটছে, তেমনি অনেক নতুন অভিনেতা-অভিনেত্রীদের দেখা মিলছে। তবে প্রথাগত সিনেমার থেকে এই সিরিজ বা শর্টফিল্ম একেবারেই আলাদা। সাহসী দৃশ্য থেকে ভরপুর রোম্যান্টিক দৃশ্য দেখানো হয়ে থাকে। এটাই আরও আকর্ষণ বাড়িয়ে তুলেছে ওটিটি এর প্রতি। আর আজ আপনাদের এমনই এক গা গরম করা বোল্ড ওয়েব সিরিজের খোঁজ দেব।

   

Bold Web Series The Unmarried Woman Trailer video

মার্কেটে কিছু অ্যাপ রয়েছে যেগুলো এই বিশেষ ধরণের ওয়েব সিরিজ বা শর্টফিল্মের জন্য বেশ পরিচিত। Ullu, প্রাইম শট এর মত ওটিটি অ্যাপের মধ্যে সবচেয়ে প্রথমে আসে। এখানে কন্টেন্ট একবার যে দেখে নেবে সে রোজ রোজ দেখবে। বিশেষ করে রাতের সময় নিজেকে আনন্দ দেওয়ার জন্য এই ওটিটি প্লানের সাবস্ক্রিপশন বাড়ছে হু হু করে। একটা স্মার্টফোন থাকলেই আপনিও দেখা শুরু করে দিতে পারেন।

আজ যে গল্পের কথা আপনাদের বলবো সেটা হান্ট সিনেমা নামের অ্যাপে উপলব্ধ আছে। সিরিজটির নাম ‘আনম্যারেড ওম্যান’, সাহসী দৃশ্য ভরপুর এই সিরিজ কিন্তু একেবারে এক দেখবেন। রাতের বেলায় এই সিরিজ দেখলে ঘুম উড়ে যেতে বাধ্য। পুরো গল্পটা এক অবিবাহিত মহিলাকে ঘিরে। মহিলা প্রেম করে সুখী হলেও তার সঙ্গীর সাথে যৌন জীবনে মোটেই সুখী নয়। সেই কারণে শরীর বেচে কিছু অতিরিক্ত টাকা আয় শুরু করে।

শরীর বিক্রি করতে গিয়ে একাধিক পুরুষের সাথেই গা গরম করে দেওয়ার মত রোম্যান্স করতে দেখা গিয়েছে নায়িকাকে। এমন একটা সিরিজ যদি আপনি দেখতে চান তাহলে নিচে দেওয়া ট্রেলারটা আগে একবার দেখে নিন। তারপর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে নিন।