সারাদিনে কাজের ফাঁকে কিংবা কাজের শেষে বিনোদনের প্রয়োজন হয়। কেউ সিরিয়াল বা সিনেমা দেখে সময় কাটান তো কেউ আবার ওয়েব সিরিজের (Web Series) ফ্যান হয়। তবে এমন কিছু ভিডিও বা সিরিজ রয়েছে যেটার চাহিদা প্রায় সর্বদায় থাকে তুঙ্গে। হ্যাঁ ঠিক ধরেছেন বোল্ড ওয়েব সিরিজ (Bold Web Series) ও বোল্ড শর্ট ফিল্মেরকথাই বলছি।
আসলে বর্তমানে টেকনোলজির উন্নতির ফলে স্মার্টফোনেই সিনেমা হল হাজির হতে পারে। তাছাড়া অনলাইন ওটিটি প্লাটফর্মের দৌলতে প্রত্যেকেই নিজের পছন্দের জিনিস যখন যেখানে খুশি দেখতে পারেন। এই কারণেই রাত নামলেই কিছু বিশেষ ভিডিওর ভিউ হু হু করে বাড়তে থাকে। বুঝতে বাকি নেই নিশ্চই, যে অ্যাডাল্ট কন্টেন্টের প্রতি আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে লোকেদের। অ্যাপ থেকে শুরু করে ইউটিউবেও প্রচুর এমন কন্টেন্ট রয়েছে।
এই শর্ট ফিল্মের মধ্যে অল্প সময়ের মধ্যেই সব ধরণের বিনোদন পাওয়া যায়। কমেডি, থ্রিলার থেকে শুরু করে মাখোমাখো রোম্যান্স সব ঠাসা থাকে। তবে রাত হলেই মূলত অ্যাডাল্ট কন্টেন্টের দিকেই ঝোঁক বাড়ে নেটিজেনদের। সকলে ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইউটিউবে খুঁজতে থাকে এই ধরণের কন্টেন্ট। তবে আজ আপনাদের একটি হু হু করে পপুলার হওয়া শর্টফিল্মের হদিশ দেব, যেটা শীতের রাতেও রীতিমত গা গরম করে দেওয়ার জন্য যথেষ্ট।
আরও পড়ুনঃ টানটান উত্তেজনার সঙ্গে বাঁধ ভাঙা যৌনতা! হইচইয়ের এই ৬ বোল্ড সিরিজ দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য
সেই করোনার সময় থেকেই Ullu, Prime Shot এর মত ওটিটি অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে। অবশ্য এর কারণ এই ওটিটিগুলির কন্টেন্ট। যা মূলত অ্যাডাল্ট কন্টেন্টে ভরপুর। তবে আজ আপনাদের যে শর্টফিল্মটির কথা বলবো সেটার জন কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। বিনামূল্যে ইউটিউবের দেখতে পাবেন গা গরম করা এই বোল্ড শর্টফিল্মটি, যার নাম ‘হটাৎ বসন্ত’।
আরও পড়ুনঃ উড়বে রাতের ঘুম, ছুটবে গায়ের ঘাম! উত্তেজনায় ভরা এই ৫ বোল্ড ভিডিও দেখলে ভালো ছেলেও হবে বেলাগাম
শর্টফিল্মের গল্প অনুযায়ী কলেজে পড়াকালীন নায়িকার প্রেমে পরে নায়ক। কিন্তু সেভাবে কাজ না করায় প্রেম টেকেনি, মেয়েটির বিয়ে হয়ে যায়। বড় বাড়িতে বিয়ে হলেও সংসারে সুখ নেই, কারণ বিয়ের পর কোনো সন্তান হয়নি তার। শেষমেশ আবারও দেখা হয় দুজনের। এরপর বাড়িতে দেখা করতে এসে সন্তান সুখ পাওয়ার জন্য মরিয়া হয়ে দুজনে ঘনিষ্ঠ হয়ে যায়। ফলও মেলে হাতেনাতে। কিছুদিন পরেই জানা যায় মেয়েটি গর্ভবতী। নিচে শর্টফিল্মের লিংক দেওয়ার রইল চাইলে দেখে নিতে পারেন।