• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভিজে গায়ে উপচে পড়ছে যৌবন! বকুলের খোলস ছেড়ে ঊষসী এখন গভীর জলের মাছ

Published on:

Bokul Ushasi Ray in Govir Joler Mach Web Series By Hoichoi
টলিউডের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী (Actress) হলেন ঊষসী রায় (Ushasi Ray)। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৭ বছর পার করে ফেলেছেন তিনি। এখন তিনি বাংলা ওয়েব সিরিজের জগতে অত্যন্ত পরিচিত একজন মুখ। এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে সুইমিং পুলে অভিনেত্রীর একটি বোল্ড ফটোশুটের (Bold Photoshoot) ভিডিও।
খুব তাড়াতাড়ি হইচইতে (Hoichoi) আসছে ঊষসীর নতুন ওয়েব সিরিজ (Web Series) ‘গভীর জলের মাছ’ (Gobhir Joler Mach)। এই ওয়েব সিরিজে ঊষসী অভিনয় করছেন বিশাখা নামের একটি চরিত্রে। ভাইরাল এই ভিডিওতে সুইমিং স্যুটে ঊষসীর বোল্ড লুক দেখে রীতিমতো ঘাম ঝরছে নেটিজেনদের।

প্রসঙ্গত ঊষসীর অভিনয়ের শুরুটা কিন্তু হয়েছিল বাংলা সিরিয়ালের হাত ধরেই। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’ (Milan Tithi) সিরিয়ালে অহনা চরিত্রে প্রথম নায়িকা হয়েছিলেন তিনি। এই সিরিয়ালে তিনি জনপ্রিয় অভিনেতা জিতু কামাল -এর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

Gobhir Joler Mach Ushasi Ray

 

এরপরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’ (Bokul Kotha)-য় অভিনয় করেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন উষসী। এই সিরিয়ালে টম বয় বকুলের (Bokul) চরিত্রে উষসীর অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এতদিন পর আজও অভিনেত্রী রাস্তায় বের হলে তাকে বকুল বলেই ডাকেন সবাই।

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

তবে শেষবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখা গিয়েছে কাদম্বিনী চরিত্রে। এই সিরিয়াল শেষ হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত নতুন কোনো সিরিয়ালে (Serial) দেখা যায়নি উসষী কে। কারণ ছোট পর্দা থেকে বিরতি নিলেও তিনি কাজ করেছেন একের পর এক ওয়েব সিরিজে (Web Series)। ইতিমধ্যেই উসষী কাজ করে ফেলেছেন ব্যোমকেশ সিরিজের মতো ওয়েব সিরিজে। এছাড়াও ‘রুদ্রবীণার অভিশাপ’ এবং ‘সুন্দরবনের বিদ্যাসাগর’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয় করেছেন উসষী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥