• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গল্প নয় সত্যি! হাতিকে দিয়ে করানো হচ্ছে বডি ম্যাসাজ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

Viral Video of Elephant Massage ভাইরাল ভিডিও হাতির ম্যাসাজ

আমাদের চারপাশে কতকিছুই আজব সমস্ত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। আজব এই ঘটনাগুলির খুব কমই হয়তো আমরা জানতে পারি। অনেক এমন অবাক করা ঘটনা আছে যা আমরা জানতে পারিনা। তবে, ইদানিং সেই সমস্যার একটা দারুন সমাধান হয়েছে। বর্মানে ইন্টারনেটের যুগে ছোট থেকে বুড়ো সকলেই মেতেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখা যায়, এই ভিডিওগুলির মধ্যে দিয়েই অনেক অজানা অবাক করা জিনিস জানতে পারা যায়।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিও গুলির মধ্যেই কতশত আজব ভিডিওই। কখনো ভয়ংকর সাপের সাথে লড়াই দেখতে পাওয়া যায় মুরগি। তো কখনো আবার বাঘের ভয়ে কুকুর নয়, কুকুরের ভয়ে বাঘ দৌড়ে পালায়। এমন কতোকিছুর ভিডিও প্রতিদিন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

Viral Video of Elephant Massage ভাইরাল ভিডিও হাতির ম্যাসাজ

সম্প্রতি একটি অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল  মিডিয়াতে। বডি ম্যাসাজ তো অনেকেই শুনেছেন, কেউ কেউ আবার করিয়েওছেন। গা হাত পায়ের আরামের জন্য বডি ম্যাসাজ হল একেবারে অব্যর্থ ওষুধ। তবে, আতিপাতি কাউকে দিয়ে না করিয়ে ভালো প্রফেশনালকে দিয়ে বডি ম্যাসাজ করালে তবেই মেলে আরাম। কিন্তু কখনো শুনেছেন হাতিকে দিয়ে যদি ম্যাসাজ (Elephant Massage) করানো। শোনেন নি আশা করি! তবে এবার সেই ঘটনায় দেখা গিয়েছে এই ভিডিওতে।

Viral Video of Elephant Massage ভাইরাল ভিডিও হাতির ম্যাসাজ

ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে খাটের মত কিছুতে শুয়ে আছে এক তরুণী। আর তাকে বডি ম্যাসাজ করে দিচ্ছে বিশাকালার এক হাতি। প্রথমে শুঁড় দিয়ে তারপর পা দিয়ে গা হাত পা টিপে দিচ্ছে হাতিটি। এমন আজব কান্ড দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। তবে, হাতিটিকে রীতিমত ট্রেনিং দিয়ে তবেই এই কাজ করানো হচ্ছে তাই ভয়ের কোনো কারণ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥