সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তবে এই সিরিয়ালের সাথে বাংলার দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। বহুদিন ধরে সিরিয়াল দেখার অভ্যাস রয়েছে সকলের। তবে এখনকার দিনে সময়ের সাথে সাথে বদলেছে দর্শকদের সিরিয়াল দেখার রুচি। তাই দর্শনের চাহিদার কথা মাথায় রেখেই দিনে দিনে সিরিয়ালের বিষয় বস্তুতেও আসছে আমূল পরিবর্তন।
ইদানিং বাংলার সমস্ত বিনোদনমূলক চ্যানেলগুলিতে লাইন লেগেছে একের পর এক নতুন সিরিয়ালের। তেমনি চলতি মাসের শুরুতেই অর্থাৎ ৪ জুলাই থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধ বুদ্ধি’ (Bodhiswatter bodh Budhi)। একেবারে অন্য স্বাদের এই সিরিয়ালের প্রধান চরিত্রই ছোট্টো বোধিস্বত্ত অর্থাৎ সকলের প্রিয় বোধি। যার নিত্য নতুন বোধ বুদ্ধির জেরে একেবারে নাজেহাল স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে বাড়ির সদস্যরাও।
আসলে এই সিরিয়ালের হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় অনেকদিন পর বাচ্চাদের নিয়ে কোন সিরিয়াল শুরু হয়েছে। অল্প দিনেই বোধিসত্ত্ব অভিনেতা রায়ান গুহ নিয়োগীর (Rayan Guha Niyogi)অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। তাই শুরু থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পর্দার এই ছোট্ট জ্ঞানের আধার। সিরিয়াল শুরু হয়েছে এখনও এক মাসও হয়নি। এরই মধ্যে অভিনেতাকে ভালোবেসে ফেলেছেন সকলে।
তাই স্বাভাবিকভাবেই প্রিয় এই খুদে অভিনেতার আসল পরিচয় (Real Identity) জানতে সকলেই দারুন উৎসাহী। জানা যায় গিয়েছে পর্দার এই বোধি আদতে কলকাতার সেন্ট লরেন্স স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পর্দার বোধিসত্ত্বর মতোই সেও নাকি অনেক প্রতিভার অধিকারী। একই সাথে আবৃত্তি নাটক এবং অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো রায়ান।
বোধির রিয়েল লাইফের মা মৌমিতা জানিয়েছেন রায়ান নাকি ভীষণ ভালো কবিতা বলতে পারে আর নাচতেও খুব ভালোবাসে। এছাড়া ভালো নাটকও করে সে। সেইসাথে তার মাথায় নাকি প্রচন্ড বুদ্ধি। কিন্তু হঠাৎ করে এই অল্প বয়সেই তার অভিনয় জগতে আগমন ঘটলো কি করে? এই প্রশ্ন রাখতেই এই খুদে অভিনেতার মা জানিয়েছেন এক সময় সোশ্যাল মিডিয়াতে তার ছেলের কবিতা বলার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল।
যা চোখে পড়ে গিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের। এরপরেই নাকি একদিন হঠাৎ করে ডাক এসেছিল চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে। এরপর অডিশন নেওয়া হয় তার। এইভাবেই অভিনয় জগতে যাত্রা শুরু হয় ছোট্ট রায়ানের। এই বয়সেই বোধিসত্ত্বের অভিনেতা রায়ান যেভাবে বড় বড় ডায়লগ সাবলীল ভাবে বলে যায় তা দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরাও। সকলেই তার প্রশংসায় বলছেন এই বয়সেই সে যেভাবে অভিনয় করছে তা এই হার মানাতে পারে যে কোন বড় অভিনেতাদেরও। তাই এখন থেকেই এই ছোট্ট বোধিসত্ত্ব অভিনেতার মধ্যেই বড় অভিনেতা হওয়ার সম্ভাবনা দেখছেন দর্শকরা।