• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আশ্রমে’ অভিনয়ের পর থেকে অন্য নজরে দেখছে দর্শকেরা! ইন্ডাস্ট্রির ভিলেন হয়ে গিয়েছেন ববি দেওল

Published on:

ববি দেওল,বলিউড,ওয়েব সিরিজ,আশ্রম,ভিলেন,Negative Character,Villian,Bobby Deol,Bollywood Gossip,Web Series,MX Player,Aashram,Love Hostel

বলিউড অভিনেতা ববি দেওল (Bobby Deol)। অভিনেতার আরো একটি পরিচয় রয়েছে  বিখ্যাত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের পুত্র ববি। ১৯৭৭ সালে ধর্মবীর ছবি দিয়ে বলিউডে পা রাখেন ববি দেওল। এরপর  একাধিক সুপার হিট ছবিতে অভিনয় করেছেন। কিন্তু মাঝে অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেতা। তবে বেশ কিছুদিন আগে ওয়েব সিরিজের মধ্যে দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন অভিনেতা।

ওটিটি প্লাটফর্ম এমএক্স  প্লেয়ারে আশ্রম নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন ববি দেওল। আর অভিনয়ে ফিরে ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন অভিনেতা। আশ্রম ওয়েবসিরিজের জন্য সেরা অভিনেতার সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন ববি দেওল। ওয়েব সিরিজে ভিলেনের চরিত্রেই অভিনয় করেছিলেন অভিনেতা। কিন্তু সেই চরিত্রই দর্শকদের নজর কেড়ে নিয়েছিল।

ববি দেওল,বলিউড,ওয়েব সিরিজ,আশ্রম,ভিলেন,Negative Character,Villian,Bobby Deol,Bollywood Gossip,Web Series,MX Player,Aashram,Love Hostel

এবার আশ্রমের পর আবারো একটি ওয়েব সিরিজ লাভ হোস্টেলে দেখা যাবে অভিনেতাকে। এই ওয়েব সিরিজেও নেগেটিভ চরিত্রে দেখতে পাওয়া যাবে ববি দেয়ালকে। সত্যি বলতে কি ববিকে নেগেটিভ চরিত্রে দর্শকেরা আরো বেশি করে দেখতে চাইছে। এপ্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘দর্শকেরা আমার অভিনয় পছন্দ করেছেন এটাই বড় কথা। তাছাড়া লাভ হোস্টেলেও নেগেটিভ বা ভিলেনের চরিত্রেই দেখা যাবে আমাকে’।

Boby Deol in Ashram

অবশ্য এখানেই শেষ নয়, ববি আরো কিছু কথা শেয়ার করেছেন। তাঁর মতে, ‘ইন্ডাস্ট্রির ভিলেন হয়ে গিয়েছি। যদিও ভিলেন হওয়াটা কোনো খারাপ কিছু মোটেই না’। কথাগুলি হাসির ছলেই বলেছেন অভিনেতা। সাথে জানিয়েছেন ভিলেন হওয়া বা না হওয়াটা আসলে পুরোটাই নির্ভর করে কাস্টিং এর ওপরে। কাহিনীতে চরিত্রের সাথে তাল মিলিয়েই অভিনেতাদের বেছে নেওয়া হয়।

ববি দেওল,বলিউড,ওয়েব সিরিজ,আশ্রম,ভিলেন,Negative Character,Villian,Bobby Deol,Bollywood Gossip,Web Series,MX Player,Aashram,Love Hostel

ববির মতে, আগামী বেশ কিছু বছর হয়তো নেগেটিভ চরিত্রেই দেখা যেতে পারে তাকে। তবে নেগেটিভ চরিত্রে অভিনয় কিন্তু মোটেই কোনো সহজ কাজ নয়! প্রতিটা চরিত্রের সাথে কিছু চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। যেটা অভিনেতা হিসাবে বেশ উপভোগ করেন ববি। আপাতত লাভ হোস্টেলের সাফল্যের দিকেই তাকিয়ে আছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥