মুম্বইয়ের পালি হিলসে অবস্থিত কঙ্গনার প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিস নির্মাণে বেশ কিছু কাঠামোগত ত্রুটি খুঁজে পাওয়ায় অফিসটি ভাঙার সিদ্ধান্ত নেয় বিএমসি। এবার কঙ্গনা রানাউতের অফিস ভাঙা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) বিরুদ্ধে নায়িকার আবেদনের শুনানি শুক্রবার থেকেই শুরু হবে বলে জানা যাচ্ছে। সেইসঙ্গে এদিন আদালতের পর্যবেক্ষণ, ”আংশিক ভাঙা অবস্থায় এই সম্পত্তি ফেলে রাখা উচিৎ নয়। বাংলোর অবস্থা আংশিক ভগ্ন এবং বর্ষার মরশুমে আমরা এই মামলার শুনানি দেরি করা ঠিক হবেনা”।
অন্যদিকে, শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ও বিএমসি-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জবাব পেশ করার জন্য বাড়তি সময় দিয়েছে আদালত।
বৃহন্মুম্বই পুরসভার কঙ্গনার অফিস ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বলিউড কুইন। তারপর থেকে উদ্ভব ঠাকরে বনান কঙ্গনার সংঘাত আরও বিশালাকার ধারণ করে।