• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঠগড়ায় সোনু সুদ! অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ

করোনাকালে পরিবাসী শ্রমিক হোক বা বিদেশে আটক পড়ুয়া, ভারতবাসীকে নানাভাবে সাহায্য করে সংবাদের শিরোনামে উঠে আসেন সোনু সুদ (Sonu Sood)। আর সেই সোনুর বিরুদ্ধেই সম্প্রতি অভিযোগ আনল বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। বিএমসির অভিযোগ, কোনোরকম সরকারি অনুমতি ছাড়াই নাকি নিজ ছয়তলা শক্তি সাগর বাসস্থানকে হোটেলে রূপান্তরিত করেন। যদিও সোনু সকলরকমের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্রের খবর, বিএমসির তরফে নোটিশ পাঠানো সত্ত্বেও সোনু নাকি কাজ বন্ধ করেনি। অন্যদিকে সোনুর বক্তব্য, কাজ চালিয়ে গেলেও আসলে তিনি নাকি মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেডএমএ)-র অনুমতির অপেক্ষা করছিলেন। জানা যাচ্ছে, গত বছরের অক্টোবরে জেলা আদালতে বিএমসি-র নোটিশের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছিলেন সোনু।

   

সোনু-র মতে তিনি নাকি কোভিড-যোদ্ধাদের বসবাসের জন্য ওই আবাসনকে হোটেলে রূপান্তর করছিলেন। তাঁর মতে, “আমি আমার সম্পত্তির রূপান্তরের জন্য বিএমসির থেকে অনুমতি নিই। শুধু এমসিজেডএমএ-র অনুমতি নেওয়ার ক্ষেত্রে কোভিডের কারণে বিলম্ব হয়।” সূত্রের খবর, বিএমসি-র অভিযোগের বিরুদ্ধে মুম্বই উচ্চ আদালতে আপিল করতে পারেন সোনু। যদিও মুম্বই পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জোরকদমে।

প্রসঙ্গত, সেই করোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড তথা দক্ষিণী অভিনেতা সোনু সুদকে। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া, দরিদ্র পরিবারকে ইরিক্সা দিয়ে তাদের পাকাপাকি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার মত– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷

site