• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যমুনা থেকে মাধবীলতা ভিলেন শায়েস্তা করতে অস্ত্র একটাই! রইল ‘দাঁ’ নিয়ে তাড়া করা নায়িকাদের তালিকা

Published on:

Blues Production Serial Actress Jamunad Dhaki to Madhobilata using same weapon

বাঙালির জীবনের প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল (Bengali Serial)। বাড়ির কাজ শেষে সন্ধ্যে নামলে টিভির সামনে হাজির হন মহিলারা। এমনকি ছেলেরাও আজকাল সিরিয়াল দেখতে বেশ পছন্দ করেন। বিভিন্ন চ্যানেলে একাধিক দুর্দান্ত কাহিনীর সিরিয়াল সম্প্রসারিত হয় যা দর্শকদের মন জয় করে নেয়। বিশেষ করে নায়ক নায়িকারা। কখনো জীবন সংগ্রাম তো কখনো দুষ্টের দমন করতে দেখা যায় নায়িক-নায়িকাদের।

যে সমস্ত সিরিয়াল টিভির পর্দায় সম্প্রসারিত হয় তার বেশিরভাগই নারীচরিত্র কেন্দ্রিক। তবে সিরিয়ালের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে টিআরপি রেটিংয়ের (TRP Rating) ওপরেই। আর টিআরপি বজায় রাখতে মাঝে মধ্যেই অদ্ভুত সমস্ত ট্র্যাক ঢোকানো হয়ে থাকে গল্পে। গল্পের নারী চরিত্রদের প্রতিবাদী হয়ে দুষ্টের দমন করতে দেখা গিয়েছে বহুবার। তবে মজার বিষয় হল একাধিক নায়িকাদের ভিলেনকে শায়েস্তা করতে একটাই অস্ত্র ব্যবহার করা হয়।

Bangla Serial,Jeevan Sathi,Sarbajaya,Jamuna Dhaki,Madhobilota,Blues Production,যমুনা ঢাকি,মাধবীলতা,ব্লুজ প্রোডাকশন,বাংলা সিরিয়াল,ভিলেন বধ,দাঁ,শ্রাবনী ভূঁইয়া

হ্যাঁ ঠিকই ধরেছেন, দাঁ এর কথাই বলছি। এমন অনেক সিরিয়াল রয়েছে যেখানে নায়িকারা ভিলেনকে বোধ করতে দাঁ তুলে নিয়েছেন হাতে। আর এই নায়িকাদের তালিকা কিন্তু খুব একটা ছোট খাটো নয়, বরং বেশ লম্বা। আজ এমনই ৬ সিরিয়ালের নায়িকাদের সাথে আপনাদের পরিচয় করাবো যারা দাঁ নিয়েই ভিলেন বধ করেছেন।

মাধবীলতা : সম্প্রতি ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে মাধবীলতা (Madhobilata) সিরিয়াল। গল্পে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবনী ভূঁইয়াকে। দুষ্টের দমনে হাতে দাঁ তুলে নিয়েছে সে।

Jamuna Dhaki Madhobilota

যমুনা ঢাকি : জি বাংলার জনপ্রিয় সিরিয়াল যমুনা ঢাকি (Jamuna Dhaki)। সিরিয়ালে যমুনার চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য। অভিনেত্রীও ভিলেনকে শায়েস্তা করতে হাতে কাঠারী বা দাঁ তুলে নিয়েছিলেন।

জীবন সাথী ও সর্বজয়া : জীবন সাথী (Jeevan Saathi) ও সর্বজয়া (Sarbajaya) এই দুই সিরিয়ালও দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আর এই দুই সিরিয়ালেও ভিলেনকে মারতে বা বধ করতে হাতে দাঁ তুলে নিতে দেখা গিয়েছিল গল্পের মূল নারী চরিত্রদের।

Blues Production Serial Actress using same weapon

ভাবতে অবাক লাগলেও এমন একই ঘটনা ঘটেছিল আরও দুই সিরিয়ালের ক্ষেত্রেও। আর এই সমস্ত সিরিয়ালের দাঁ হাতে নেওয়া অভিনেত্রীদের নিয়ে একটি কোলাজ সম্প্রতি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ছবিটি বেশ ভাইরাল হয়ে পড়েছে। সাথে বলা হয়েছে, ব্লুজ প্রোডাকশনের নায়িকাদের হাতে একটাই অস্ত্র ভিলেনকে বধ করার জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥