• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণ আফ্রিকায় হদিশ মিলল নীল ড্রাগনের, শেয়ার হতেই ব্যাপক ভাইরাল ছবি

Published on:

ছোটবেলায় রূপকথার গল্প থেকে শুরু করে বড় হবার সময় সাইন্স ফিকশনে (Science Fiction) ড্রাগনের কথা অনেকেই শুনেছে। এই সমস্ত ড্রাগন কাহিনীর মধ্যে নীল ড্রাগনের কোথাও অনেকে শুনেছেন। কিন্তু কানে শুনে থাকলেও আসলে এই নীল ড্রাগনকে কেউই চাক্ষুষ দর্শন করেননি। এবার সুদূর দক্ষিণ আফ্রিকার (South Africa) এক সমুদ্র তটে দেখা মিলল  নীল ড্রাগনের।

আসলে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিনই হাজারো ছবি ভিডিও ভাইরাল হয়ে পরে। ভাইরাল হলে এই ছবি ও ভিডিওগুলি ছড়িয়ে পরে পৃথিবীর কোনায় কোনায়। ভাইরাল এই ছবি বা ভিডিওর মধ্যে অনেক পশুপাখির ছবি বা ভিডিও থাকে। আবার কখনো বনের পশুদের মধ্যে তুমুল লড়াইয়ের ভিডিও থাকে। এবার  ভাইরাল হয়েছে এক অজানা প্রাণীর যা এক ঝলক দেখলে নীল ড্রাগনের কথা মনে করিয়ে দেবে।

যেমনটা জানা যাচ্ছে,  দক্ষিণ আফ্রিকার কেপটাউনের (Capetown) কাছাকাছি কোনো এক বিচের কাছেই থাকেন মারিয়া ওয়েজেন। রোজ সকালে বিচের ধরে হাটতে বেড়ান তিনি। রোজকার মত দিনেও হাটতে বেরিয়েছিলেন। হাটতে বেরিয়েই তিনি সমুদ্রের জলে কিছু একটা লক্ষ্য করেন। কাছে গিয়ে দেখেন নীল রঙের অজানা এক প্রাণী ভেসে রয়েছে জলে যা দেখতে অনেকটা নীল ড্রাগনের মতন। মাঝে মধ্যেই আজব ধরণের প্রাণীদের সমুদ্রের বিচে দেখা যায় তবে, এই ধরণের প্রাণী এই প্রথম দেখলেন মারিয়া।

এই অভূতপূর্ব প্রাণীটির কিছু ছবি তুলে নেন মারিয়া। যা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে ভাইরাল হয়ে পরে নিমেষের মধ্যেই। পরে ছবিটি  নিয়ে কিছু রিসার্চ করেছেন মারিয়া, শেষে তিনি জানতে পারেন প্রাণীটি হল গ্ল্যাকাস আটলান্টিকাস। দেখে নিরীহ ও খুব সুন্দর মনে হলেও প্রাণীটি কিন্তু যথেষ্ট বিষাক্ত। সাধারণ মানুষ এই প্রাণীটিকে ব্লু ড্রাগন নামেই চেনে। নীল সাদা রঙের এই আজব প্রাণী বা নীল ড্রাগনের ছবি দেখে চমকে গিয়েছে গোটা দুনিয়া। ব্যাপক ভাইরাল হয়েছে এই নীল ড্রাগনের ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥