• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহাকাল দর্শন করতে গিয়েই ঘনিয়ে এল বিপদ! গাড়ি দুর্ঘটনায় রক্তাক্ত নায়িকা তনুশ্রী দত্ত, ছবি ঘিরে শুরু আতঙ্ক

তনুশ্রী দত্ত,মহাকাল মন্দির,আসিক বানায়া আপনে,বলিউড,দুর্ঘটনা,tanushree dutta,mahakal mandir,asique banaya apne,bollywood,accident

২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘আশিক বানায়া আপনে’ ছবিটি । সেই সময় বক্স অফিসে চূড়ান্ত হিট হয় ছবিটি। এই ছবিতে ইমরান হাশমির সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে দেখা মিলেছিল অভিনেত্রী তনুশ্রী দত্তের (Tanushree Dutta)। তাই কেরিয়ারের প্রথম দিকেই ‘হট’ অভিনেত্রীদের তালিকায় অন্তর্ভুক্ত হয় তনুশ্রীর নাম। ‘আশিক বানায়া আপনে’ ছবি থেকে শুরু করে ছবির গান সমস্তই অভিনেত্রীকে সাফল্যের চূড়াতে পৌঁছে দিয়েছিল, কিন্তু সেই সুখ বেশিদিন টেকেনি।

কেননা এরপর থেকে তিনি যতগুলি ছবির অফার পেয়েছেন সবই ওই ধরণের। সময়ে অভিনেত্রী একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করার জন্য অপেক্ষা করেছিলেন, কেবল ঘনিষ্ঠ দৃশ্যে নয়। কিন্তু তা আর হয়নি, তাই একরকম বড় পর্দা থেকে হারিয়েই গিয়েছিলেন অভিনেত্রী।

তনুশ্রী দত্ত,মহাকাল মন্দির,আসিক বানায়া আপনে,বলিউড,দুর্ঘটনা,tanushree dutta,mahakal mandir,asique banaya apne,bollywood,accident

এবার তিনি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। এদিন সোমবার মহাকাল মন্দিরে বাবা মহাদেবের পুজো দিতে যাচ্ছিলেন অভিনেত্রী, কিন্তু শুভ কাজ করতে গিয়েই পড়লেন ঘোর বিপাকে৷ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে রক্তারক্তি কান্ড তার। মহাকাল দর্শনে যাওয়ার সময় ব্রেকফেল করে তনুশ্রীর গাড়ি।

তনুশ্রী দত্ত,মহাকাল মন্দির,আসিক বানায়া আপনে,বলিউড,দুর্ঘটনা,tanushree dutta,mahakal mandir,asique banaya apne,bollywood,accident

সামলাতে না পেরে ধাক্কা লাগে গাড়ির, আর ওমনি আহত অভিনেত্রী। বাবা মহাদেবের দয়ায় কোনোওরকমে প্রাণ বাঁচলেও পা কেটে ছারখার হয়ে যায় তার, পড়ে সেলাইও। তনুশ্রী নিজেই এই বিপদের কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে৷ কেউ কেউ বলছেন, বড় বিপদ থেকে বাঁচলেন অভিনেত্রী।

 

এত বড় দুর্ঘটনার পরেও থেমে থাকেননি তিনি। পাতে সেলাই নিয়েই পৌঁছেছেন মন্দিরে। খয়েরি সালোয়ার কামিজের সঙ্গে সাদা দোপাট্টা, মাথায় চন্দন লেপা তনুশ্রীর হাসিমাখা মুখ দেখে বোঝার উপায় নেই খানিক আগেই এত বড় বিপদ গিয়েছে তার। তনুশ্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন,’আজকের দিনটা ছিল রোমাঞ্চে ভরা। ফাইনালি মহাকাল দর্শন হল। মন্দির যাওয়ার পথে পথ দুর্ঘটনা। ব্রেক ফেল ক্র্যাশ। জয় শ্রী মহাকাল।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥