• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেরে রাখি সাওয়ান্তের নাক ফাটিয়ে দিলেন জ্যাসমিন! কুরুক্ষেত্র বিগবসের ঘর

Published on:

Jasmin vasin Rakhi Sawant

বিগবস (Bigboss) মানেই বিতর্ক। বাড়ির মধ্যে কখনো লেগে আছে ঝগড়া অশান্তি, কখনোবা চলছে চুপিচুপি প্রেম। বিগবসের বাড়ির ভিতরে ঠিক কী চলছে তা জানতে ইতিমধ্যেই রোজ নিয়ম করে টিভির সামনে ভীড় জমাচ্ছে বিগবসের ভক্তরা। যতই সিজন বাড়ুক বিগবস নিয়ে মাতামাতিতে কিন্তু এক বিন্দুও ভাটা পড়েনি। সলমন খান (Salman khan)-এর সঞ্চালনায় বিগবস ১৪ (Bigboss 14) এক্কেবারে জমে ক্ষীর। রোজই নতুন নতুন কান্ড ঘটছে বিগবসের বাড়িতে।

কিন্তু যত সমাপ্তির দিকে এগোচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে বাড়ির অন্দরমহলের তরজা। আর বিগবসের ঘরে ‘ড্রামা ক্যুইন’ রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) পা রাখার পর থেকেই একেরপর এক কান্ড লেগেই রয়েছে।

Jasmin vasin Rakhi Sawant

এবার বিগবসের প্রতিযোগী জ্যাসমিন (Jasmin vasin)-এর সঙ্গে রাখির কথা-কাটাকাটি এমন জায়গায় পৌঁছালো যে, জ্যাসমিন রেগে গিয়ে নাক ফাটিয়ে দিলেন রাখির।এই ভয়ঙ্কর ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

Jasmin vasin Rakhi Sawant

রাখি প্রথমে জ্যাসমিনকে উস্কানি দিতেই জ্যাসমিন রণমুর্তি ধারণ করেন। তর্কাতর্কিতে হাত চালিয়ে দিতেই নাক ফেটে যায় রাখির৷ রাখিও মাথা ঠুকতে থাকেন টেবিলে মুখ তুলতেই দেখা যায় তার নাক দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এই পর্ব দেখার জন্য এখনো কিছুটা অপেক্ষা করতে হবে।

 

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥