• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার থেকে রাতারাতি ফ্লপস্টার! এই ৭ ব্লকবাস্টার ছবিকে লাথি মেরে হাত কামড়াচ্ছেন আমির

‘তিন খান’ ছাড়া বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি অচল। সিনেপ্রেমী মানুষদের মুখে প্রায়ই একথা শোনা যায়। আর বলবেন নাই বা কেন! শাহরুখ, সলমন, আমিরের (Aamir Khan) স্টারডমের কাছে সত্যিই ফিকে দেখায় বি টাউনের বাকি তারকাদের। আজ আবার ‘মিস্টার পারফেকশিনিস্ট’ হিসেবে আমিরের জন্মদিন। ৫৮ বছরে পা দিলেন অভিনেতা। আজকের প্রতিবেদনে তাঁর রিজেক্ট করা এমন ৭টি ছবির নাম তুলে ধরা হল যেগুলি ঝড় তুলেছিল বক্স অফিসে এবং যে ছবিগুলি রিজেক্ট (Aamir Khan Rejected movies) করে দীর্ঘদিন আফসোস করেছেন অভিনেতা।

দিল তো পাগল হ্যায় (Dil Toh Pagal Hai)- ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ‘বাদশা’ শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি। তবে অনেকেই জানেন না, ‘দিল তো পাগল হ্যায়’তে প্রথমে আমিরের অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেওয়ায় ‘কিং খান’কে নেওয়া হয়।

   

Dil Toh Pagal Hai, Dil Toh Pagal Hai movie

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge)- ব্লকবাস্টার এই ছবির অফারও প্রথমে আমিরের কাছেই গিয়েছিল। কিন্তু ‘মিস্টার পারফেকশনিস্ট’ এই ছবির অফার ফিরিয়ে দেন। এরপর তা শাহরুখের কাছে যায়। বাকিটা তো দর্শকদের জানা।

Dilwale Dulhania Le Jayenge

সাজন (Sajan)- বলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক ছবি হল ‘সাজন’। ব্লকবাস্টার এই সিনেমায় অভিনয় করেছিলেন সলমন খান, মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। অনেকেই জানেন না, ‘সাজন’এ সঞ্জয়ের চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল আমিরের। কিন্তু তিনি এই ব্লকবাস্টার ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন।

Sajan, Sajan movie

বজরঙ্গী ভাইজান (Bajrangi Bhaijaan)- সুপারস্টার সলমন খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি হল ‘বজরঙ্গী ভাইজান’। সাধাসিধে বজরঙ্গী এবং ছোট্ট মুন্নির কাহিনী প্রচণ্ড ভালোলেগেছিল দর্শকদের। তবে শোনা যায়, এই ছবির কাহিনী আমিরকে মাথায় রেখে লেখা হয়েছিল। পরে এন্ট্রি হয় ভাইজানের।

Bajrangi Bhaijaan

মহব্বতে (Mohabbatein)- শাহরুখ, অমিতাভ, ঐশ্বর্য অভিনীত ব্লকবাস্টার ছবি ‘মহব্বতে’র নামও তালিকায় রয়েছে। এই ছবির অফারও প্রথমে ‘মিস্টার পারফেকশনিস্ট’এর কাছে গিয়েছিল। কিন্তু কোনও কারণবশত সেই অফার গ্রহণ করতে পারেননি তিনি। এরপর ‘কিং খান’কে নেওয়া হয়।

Mohabbatein, Mohabbatein movie

হাম আপকে হ্যায় কৌন (Hum Aapke Hai Kaun)- সলমন খান, মাধুরী দীক্ষিত অভিনীত এই ছবিটি এখনও দর্শকমনে গেঁথে রয়েছে। বলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’। তবে এই ছবিটির জন্যেও নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন আমিরই।

Hum Aapke Hai Kaun

ডর (Darr)- শাহরুখ খানের কেরিয়ারের মোড় ঘোরানো ছবিগুলির মধ্যে একটি হল ‘ডর’। শাহরুখ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন জুহি চাওলা এবং সানি দেওল।

Darr, Darr movie

‘ডর’এ খলনায়কের চরিত্রে অভিনয় করেই দর্শকমন জয় করে নিয়েছিলেন শাহরুখ। এমনকি নায়ক সানির থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল তাঁর চরিত্রটি। তবে শাহরুখের চরিত্রের জন্যেও নির্মাতাদের আমিরকেই প্রথম পছন্দ ছিল। তিনি সেই অফার ফিরিয়ে দেওয়ায় ‘কিং খান’কে নেওয়া হয়। বাকিটা তো সকলের জানা।

site