• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের আক্রমণের মুখে সায়নী ঘোষ! অভিনেত্রীকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র

Published on:

Sayani Gosh Soumitra khan

একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগানকে কটাক্ষ করে বক্তব্য রাখার পর থেকেই রাজ্য বিজেপি (BJP) এর রোষানলে রয়েছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। এরপরই, সায়নীর করা ২০১৫ সালের একটি ট্যুইট খুঁজে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেন বিজেপি (BJP) নেতা তথা মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। লাগাতার সায়নীর দিকে ধেয়ে আসে খুন ধর্ষনের হুমকি।

এবার সায়নীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেন, ” যে অভিনেত্রী হিন্দু ধর্মের দেবদেবীকে অপমান করেন, তিনি আদতে যৌন কর্মী!” বিতর্ক যেন পিছু ছাড়ছেনা সায়নীর। প্রথমে জয়শ্রী রাম স্লোগান নিয়ে মস্করা আর তারপরেই হিন্দুধর্মের ভাবাবেঘে আঘাত হানার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আক্রমণের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

এবার সরাসরি বিজেপি নেতা সৌমিত্র খাঁই অভিনেত্রীর নামনা করলেও তাকে ‘যৌনকর্মী’র তকমা দিয়ে দিলেন। সায়নীকে একহাত নিয়ে সৌমিত্র জানান, “দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী, মা মনসা, শিবলিঙ্গ কে যিনি অপমান করেন আসলে তিনিই যৌনকর্মী। ” কিন্তু নেটিজেনদের একাংশের মত, সায়নীর ট্যুইট প্রকাশ্যে এলেও অভিনেত্রী কবে কোথায় মা সরস্বতীকে যৌনকর্মী বলেছেন তার কোনোও নজির কিন্তু মেলেনি।

শুধু সায়নীই নয় টলিউডের অনেক তারকারাই এখন কার্যত হিন্দুত্ববাদীদের নিশানায় রয়েছেন। কদিন আগে ওই একই অনুষ্ঠানে এসে কোনোও দলের মুখপাত্র নয় সাধারণ দেশ তথা রাজ্যের নাগরিক হিসেবে নিজের মতামত জানিয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। বিজেপি (BJP) -র রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকে (Dilip Ghosh) -কে কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই একের পর এক খুন ধর্ষণের হুমকিতে নাজেহাল হয়ে পড়েন দেবলীনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥