• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মেয়েবেলা’ ছাড়লেন রুপা গাঙ্গুলি? নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই দর্শকমহলে

Published on:

Bithi AKA Roopa Ganguly has left Meyebela, claims a netizen after seeing serial’s new cover

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকটির জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। যত সময় যাচ্ছে ততই দর্শকমহলে মৌ, ডোডো, বীথিদের (Bithi) নিয়ে আলোচনা বাড়ছে। তবে এবার এই সিরিয়াল নিয়েই এমন একটি খবর সামনে এল যাতে মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। সিরিয়াল ছেড়ে দিয়েছেন বীথি অভিনেত্রী রূপা গাঙ্গুলী (Roopa Ganguly)।

দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পর স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় কামব্যাক করেছিলেন নামী অভিনেত্রী রূপা। দর্শকদের একাংশের বীথি চরিত্রে তাঁর অভিনয় ভালো না লাগলেও, অধিকাংশ দর্শকই তাঁর প্রশংসা করছিলেন। তবে এবার রূপা সিরিয়ালই ছেড়ে দিয়েছেন। বীথি চরিত্রে এবার নতুন অভিনেত্রী অনুশ্রী দাসকে দেখতে পাবেন দর্শকরা।

Meyebela Bithi, Roopa Ganguly, Roopa Ganguly Meyebela

‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, সাম্প্রতিক কয়েকটি পর্বে বীথির দেখা পাওয়া যায়নি। সিরিয়ালে দেখানো হয়েছে, বীথির বাবার শরীর খারাপ। সেই জন্য সে স্বামীর সঙ্গে বাপের বাড়ি গিয়েছে। বীথিকে এতদিন না দেখতে পেয়ে সকলেই বেশ মিস করছিলেন। প্রত্যেকে অপেক্ষা করছিলেন বীথির ফেরার। তবে এবার দেখা গেল, বীথি ফিরলেও সেই চরিত্রে দেখা মিলল না রূপার।

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘মেয়েবেলা’র নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বীথির শয়তানির কথা মৌয়ের সামনে ফাঁস হয়ে গিয়েছে। বীথি যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে মৌ-ডোডোর ঘরের ফ্যান-এসি খারাপ করিয়েছিল, সে এসে সবটা স্বীকার করে নিয়েছে।

Meyebela, Roopa Ganguly left Meyebela

এই ধামাকেদার প্রোমোর শেষেই দর্শকরা দেখেন, ‘মেয়েবেলা’র কভার থেকে বীথি তথা রূপা গাঙ্গুলীকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে নায়ক ডোডো তথা অর্পণ ঘোষালকে। নিমেষের মধ্যে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয়ে যায় রূপার সিরিয়াল ছাড়ার জল্পনা।

একজন নেটিজেন যেমন লিখেছেন, ডোডো যেহেতু নায়ক তাই ওঁর কভারে থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তাই বলে বীথির মতো অতীব গুরুত্বপূর্ণ চরিত্রকে কভার থেকে সরিয়ে দেওয়া একেবারেই স্বাভাবিক নয়। বিশেষত যখন পিছনে মিত্র বাড়ির বাকি মহিলাদের দেখতে পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট নেটিজেন লিখেছেন, ‘কেন জানি মনে হচ্ছে মুখ বদল হবে হয়তো বীথি চরিত্রের! আর যদি এমন হয় তাহলে স্লট বদল হওয়ার সম্ভাবনা বিপুল’। নেটপাড়ায় জোর গুঞ্জন চললেও রূপার সিরিয়াল ছাড়া নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে বৃহস্পতিবারের পর্বে দেখা যায়, বীথি চরিত্রে এন্ট্রি হয়েছে অনুশ্রীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥