বাঙালিদের কাছে বিনোদন মানেই সবার আগে আসে টলিউড। আর দীর্ঘ কয়েক দশক ধরেই বাঙালিদের বিনোদনের খিদে মেটাতে সময়ে সময়ে হাজির টলিউড। একাধিক দক্ষ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সমৃদ্ধ এই টলিউড। এই দক্ষ অভিনেতাদের মধ্যেই অন্যতম একজন হলেন বিশ্বনাথ বসু (Biswanath Basu)। ২১ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন অভিনেতা। নিজের অভিনয় দিয়ে দর্শকদের প্রতিবারই মুগ্ধ করেছেন তিনি।
টলিপাড়ায় কান পাতলেই নানা সময় অভিনেতা অভিনেত্রীদের মধ্যেকার নানা সম্পর্ক থেকে সম্পর্কের গুঞ্জনের খবর আসে। তবে বিশ্বনাথ বসুকে নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায়নি। কিন্তু এবার গুজন নোই সোজা প্রেমের খবর মিলল বিশ্বনাথ বসুর। না কোনো উড়ো খবর নয়, অভিনেতা নিজেই নিজের প্রেমের কথা সামনে এনেছেন।
এক দু বছর নয়, দীর্ঘ ১৭ বছর ধরেই নাকি প্রেম করছেন বিশ্বনাথ বসু। এবার প্রেমের খবর প্রকাশ্যে এনে মনের মানুষের সাথে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। কে তিনি? তিনি হলেন মল্লিকা মজুমদার। ইন্ডাস্ট্রিতে এক সাথেই অনেকগুলো বসন্ত পেরিয়েছেন দুজনে। সময়ের সাথে সাথে বয়স হয়েছে অনেকটাই তবে ভালোবাসাটা রয়ে গেছে একেবারে অটুট।
কিন্তু প্রশ্নটা হল এতদিন পর হটাৎ নিজের প্রেমের কথা খোলসা করলেন কেন বিশ্বনাথ বসু? এই প্রশ্নের উত্তর মিলেছে অভিনেতার কথার মধ্যে দিয়েই। আসলে মজার চলেই এই প্রেমের কথা জানিয়েছেন অভিনেতা। বাস্তবে কিন্তু বিবাহিত অভিনেতা রয়েছে দুটি ছেলে। একাধিক সিনেমা থেকে শুরু করে সিরিয়ালে অভিনয় করেছেন বিশ্বনাথ। তবে সম্প্রতি ষ্টার জলসার নতুন ধারাবাহিক ‘মন ফাগুন’ এ অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। আর শুধু তিনি একা নন বরং সাথে থাকছে দীর্ঘদিনের প্রেমিকাও।
এর আগে যে একত্রে অভিনয় করেননি তা ঠিক নয়! তবে দীর্ঘ ১৩টা বছর পর আবার একসাথে অভিনয়ের সুযোগ এসেছে বিশ্বনাথ বসু ও মল্লিকা মজুমদারের। তাই বহু পুরোনো স্মৃতিরা ভিড় জমিয়েছে মনে। যেমনটা জানা যাচ্ছে সিরিয়ালে নায়িকার মাসি আর মেসোর চরিত্রে অর্থাৎ স্বামী-স্ত্রীর ভূমিকাতেই অভিনয় করবেন দুজনে। আর স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয়ের দৌলতেই আবারো ফিরেছে পুরোনো স্মৃতি।
প্রসঙ্গত, বিশ্বনাথ ও মল্লিকা একই সাথে শুরু করেছিলেন নিজেদের অভিনয় যাত্রা। এরপর একে একে অভিনয়ের মাধ্যমে নিজেদের পরিচিত গড়েছেন। তবে একত্রে কাজের সুযোগ মেলেনি চিরকাল। শেষ একত্রে কাজ করেছিলেন ২০১৩ সালে ‘বর আসবে এক্ষুনি’ ছবিতে। এরপর থেকে আর একত্রে কাজ করা হয়নি। তবে ফের একত্রে কাজের সুযোগ পেতেই নানা স্মৃতি ভিড় করেছে মনে। অবশ্য হবে নাই বা কেন প্রেমিকার সাথে স্বামী স্ত্রীর অভিনয় তো পুরোনো প্রেম তাজা করবেই।