• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ ফেরালেন বাবুল সুপ্রিয়! অফার লুফে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন কে আপন কে পরের পরম

Published on:

বিশ্বজিৎ ঘোষ,বাবুল সুপ্রিয়,কে আপন কে পর,টলিউড,ধারাবাহিক,Biswajit Ghosh,babul shupriyo,ke apon ke por,tollywood,serial

কিছু আগেই পেজ থ্রির পাতা উত্তাল হল এই খবরে যে গায়ক, নেতা তথা অভিনেতা বাবুল সুপ্রিয় ফিরছেন ছোট পর্দায় রাজ চক্রবর্তীর প্রযোজনায়। এর আগে বহুবার বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে তরুণ মজুমদার পরিচালিত ‘চাঁদের বাড়ি’-সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তর নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বাবুল। এরপর সৃজিত মুখার্জির উমা, দ্বিতীয় পুরুষের মতো বেশ কিছু ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তার। প্রতিটি ছবিতেই যে তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছে।

তাই ছোট পর্দায় নায়ক রূপে ফিরছেন বাবুল একথা শোনা মাত্রেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল নেটিজেনরা। শোনা যাচ্ছিল, রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন ধারাবাহিকে অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাবুল। ধারাবাহিকে বয়স্ক নায়কের ভূমিকাতেই অভিনয় করবেন বছর একান্নর বাবুলকে। আর অসমবয়সী এই প্রেমের গল্পে বাবুলের বিপরীতে দেখা যাবে সাঁঝের বাতি খ্যাত অভিনেত্রী চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহকে। তবে এই খবর টাটকা থাকতে থাকতেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান বাবুল।

বিশ্বজিৎ ঘোষ,বাবুল সুপ্রিয়,কে আপন কে পর,টলিউড,ধারাবাহিক,Biswajit Ghosh,babul shupriyo,ke apon ke por,tollywood,serial

তবে ধুলোকণার কয়েকটি পর্বে নাকি ক্যামিও করতে দেখা যাবে বাবুলকে। ওই দুধের সাধ ঘোলে মেটানোর মত বাবুল ছোট পর্দায় এবারের মতো এটুকুই। তবে, রাজের প্রোযোজিত ধারাবাহিক তো আর বাবুল না করায় বন্ধ হতে পারেনা৷ সেই থেকেই জল্পনা চলছিল যে কে নেবেন বাবুলের জায়গা। অবশেষে অনেক জল্পনার পর সামনে এসেছে বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)-এর নাম।

বিশ্বজিৎ ঘোষ,বাবুল সুপ্রিয়,কে আপন কে পর,টলিউড,ধারাবাহিক,Biswajit Ghosh,babul shupriyo,ke apon ke por,tollywood,serial

কে আপন কে পর’ সিরিয়ালে একসময় জবার স্বামী পরমব্রত সেনগুপ্তর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিশ্বজিৎ। তবে তারপর বেশ কিছুদিন আর ছোটপর্দায় তার টিকিটিও দেখা যায়নি। এবার বেশ কিছুদিনের বিরতির পর ফের ছোট পর্দায় ফিরছেন। বাবুলের পাল্লা ভারীই ছিল, তবে লুকটেস্টে বিশ্বজিৎ ও ফাটিয়ে দিয়েছেন। ‘কে আপন কে পর’ সিরিয়ালে দীর্ঘদিন অভিনয় করার পর চরিত্রের রেশ থেকে বেরিয়ে আসার জন্য একটি ছোট্ট বিরতি নিয়েছিলেন বিশ্বজিৎ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥