• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে বৌ ওকে গাধা ছাড়া কিছু বলে না! Didi no 1-এর মঞ্চে মায়ের কথায় লজ্জায় লাল বিশ্ববাসু

বাংলা টেলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন বিশ্ববাসু বিশ্বাস (Biswabasu Biswas)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রানিমার নাতি গোপালের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। পরবর্তীতে সময়ের সাথে এই সিরিয়ালে শেষ হয় তার চরিত্রের মেয়াদ।

আর তার পরেই অবশ্য বিশ্ববাসু বাংলার সেরা সিরিয়াল মিঠাইতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এই ধারাবাহিকে বেশ কিছুদিন মিঠাইয়ের ছোট দেওর সন্দীপ অর্থাৎ স্যান্ডি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই চরিত্রে অভিনয় করেও দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন বিশ্ববাসু। যদিও হঠাৎ করেই মাঝপথে এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান তিনি।

   

বিশ্বাবাসু বিশ্বাস Biswabasu Biswas

কিন্তু কেন তিনি মিঠাই ছেড়েছিলেন এ কথা আজও জানা যায়নি। এরপর ছোটখাটো নানা ধরনের চরিত্রে অভিনয় করার পর অবশেষে তিনি আরো একবার ফিরে এসেছেন জি বাংলার পর্দাতেই। এই মুহূর্তে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে উর্মির দাদা ভিকি (Vicky) চরিত্রে অভিনয় করছেন তিনি। আজই অভিনেতা তার মায়ের সাথে এসেছিলেন বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের (Didi no1) মঞ্চে।

বিশ্ববাসু বিশ্বাস,Biswabasu Biswas,দিদি নাম্বার ওয়ান,Didi no1,ভিকি,Vicky,Viral Video,ভাইরাল ভিডিও

প্রসঙ্গত বর্তমানে অভিনেতা যে সিরিয়ালে অভিনয় করছেন এই সিরিয়ালে তার চরিত্রের নাম ভিকি। সিরিয়ালে তার সাথে বিয়ে হয়েছে খলনায়িকা রিনির। তাই কথায় কথায় সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাসুর মা দেবযানী বিশ্বাসের কাছে জানতে চেয়েছিলেন এ কথা জানার পর তাদের কেমন লেগেছিল?

এই প্রশ্ন বেশ মজা করেই অভিনেতার মা জানান সিরিয়ালে তার বউ সারাক্ষণ তাকে গাধা ছাড়া কিছু বলে না। আর এই বিষয়টাই তার নিজের ভীষণ মজার লেগেছে। তিনি নিজে বলতে পারেন না তাই অন্য একজন বলায় খানিকটা হলেও তার জ্বালা জুড়িয়েছে তার।  অভিনেতার মায়ের মুখে এমন কথা শুনে দমফাটা হাসিতে ফেটে পড়েন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় সহ মঞ্চে উপস্থিত সকল প্রতিযোগীরা।