• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোবাইলের রিংটোনের সুরে গা দুলিয়ে যাচ্ছে নাচছে পাখি! মজাদার এই ভিডিও দেখে হতবাক নেটপাড়া

Published on:

Bird dances on mobile ringtone,Bird Dancing,Bird Dancing Viral Video,Bird Dancing Video,Bird Dance on ringtone

আজকাল ছোট থেকে বড় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে বুদ হয়ে রয়েছে। সময় পেলেই হাতে মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঁকি মেরে আসছে আট থেকে আশি। আসলে সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রচুর ভিডিও বা বলতে গেলে ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে পাওয়া যায়। যেগুলি দেখতে দেখতে কখন যে সময় চলে যায় তা বোঝাই যায় না। কখনো মজার তো কখনো অবাক করে দেবার মত এই সমস্ত ভিডিও দেখতে বেশ ভালো লাগে নেটিজেনদের।

ভাইরাল এই ভিডিও গুলিতে যেমন হাসির জিনিস দেখতে পাওয়া যায়। তেমনি দেখতে পাওয়া যায় অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানার ভিডিও। যা দেখার পর অবাক হয়ে যেতে হয়। আবার অনেকেই নিজেদের প্রতিভার প্রচারের মাধ্যম হিসাবে এটিকে বেছে নিয়েছেন। কারণ বিনামূল্যেই এক মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের ভিডিও পৌঁছে দেওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই অনেকেই নিজেদের দারুন দারুন সমস্ত প্রতিভার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।

Bird dances on mobile ringtone,Bird Dancing,Bird Dancing Viral Video,Bird Dancing Video,Bird Dance on ringtone

আবার শুধু যে মানুষেরই প্রতিভা রয়েছে এটা কিন্তু একেবারেই ভুল। কারণ, মানুষ ছাড়াও পশু পাখিদের মধ্যেই দুর্দান্ত সমস্ত প্রতিভা দেখতে পাওয়া যায়। কি ভাবছেন? মজা করছে! না একেবারেই না। টিয়া পাখিরা কথা বলতে পারে জানেন নিশ্চই, কথা যেমন বলতে পারে তেমনি গানও ধরতে পারে। আবার গান ধরতে পারলে নাচতেও পারবে। শুনে অবাক হলেন? তাহলে চলুন আজ পাখির নাচের ভিডিও দেখাবো আপনাদের।

সম্প্রতি ভাইরাল ভিডিওর ভিড়ে একটি ভিডিও দেখতে পাওয়া গিয়েছে যেখানে একটি টিয়া পাখিকে মোবাইলের রিংটোনের তালে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রতি রিংটোন আলাদা আলাদা ধরণের নাচ দেখাতে দেখতে পাওয়া যাচ্ছে পাখিটিকে। পাখির নাচের এমন অদ্ভুত ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

তবে, আপনি যদি ভেবে থাকেন পাখিটি সত্যিই নাচছে, তাহলে হয়তো ভুল ভাববেন। কারণটা ঠিক করে খেয়াল করলে দেখতে পাবেন।  যিনি ভিডিও করেছেন তিনি তার একটি হাত দিয়ে ফোনের এক একটি রিংটোন বাজাচ্ছেন। আর অন্য হাতটি দেখতে পাওয়া যাচ্ছেনা। আসলে ওই হাতটি দিয়েই পাখিটিকে নাচাচ্ছেন তিনি। আর অনেকেই ভেবে বসেছেন হয়তো পাখিটিই নাচছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেটা হয়। তবে যাই হোক না কেন ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥