বাংলা সিনেমা (Bengali Cinema) জগতের অত্যন্ত জনপ্রিয় একজন খলনায়ক (Villain) বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। যাকে বলে একেবারে ‘স্ট্যাম্পমারা’ ভিলেন। নব্বয়ের দশকের বেশিরভাগ সিনেমায় পাড়ার কুখ্যাত গুন্ডা কিংবা বাড়ির সম্পত্তির লোভী ভাসুর কিংবা দেওয়রের চরিত্রের জন্য যেন ধরাবাঁধা ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়।
নব্বইয়ের দশকের সিনেমা প্রেমীদের নিশ্চয়ই মনে থাকবে নায়ক-নায়িকাদের চিরশত্রু এই খলনায়কের নানান কর্মকান্ডের কথা। সেসময় বাংলা সিনেমার নায়ক-নায়িকাদের নানা ধরণের সমস্যায় ফেলা ছিল পর্দার গুন্ডা বদমাইশ বিপ্লব চট্টোপাধ্যায়ের একমাত্র কাজ। তবে ইদানিং আর বাংলা সিনেমায় সেইভাবে অভিনয় করতে দেখা যায় না এককালের জনপ্রিয় এই খলনায়ককে (Villain)।
তবে কেন তাঁকে এখন বাংলা সিনেমার পর্দায় ভিলেনের চরিত্রে দেখা যায় না? কারণ জানিয়ে সম্প্রতি টিভি ৯ বাংলা কে এক সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট বলেছেন ‘মানায় না। তাই করি না। এখন কেউ পারবে করতে? ‘ধুমকেতু’ ছবিতে ছবি বিশ্বাস ভিলেন ছিলেন। সে রকম চরিত্র পেলে আমি নিশ্চয়ই করব। দেবেন কেউ সে রকম চরিত্র আমাকে?’
এদিন অভিনেতা জানান তাঁর চোখে সেরা ভিলেন হলেন বলিউডের প্রাণ। তাঁর প্রশংসা করে এদিন অভিনেতা বলেন ‘পর্দার ভিলেন কিন্তু বাস্তবের মাটির মানুষ’। সেইসাথে সেরা ভিলেনের তালিকায় নাম রাখলেন এখানকার ধীরাজ ভট্টাচার্য, বিকাশ রায়। কিন্তু আগেকারদিনের ‘স্ট্যাম্পমারা’ খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়ের মতে এখনকারদিনে ভিলেনের সংজ্ঞা বদলে গিয়েছে।
কারণ হিসাবে বর্ষীয়ান অভিনেতা বলেছেন সময় সবকিছুই পাল্টে দিয়েছে।তবে সেটা ভাল হয়েছে, নাকি খারাপ হয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি। আফসোসের সুরে অভিনেতার সংযোজন ‘আগে যে ভাবে গল্প তৈরি হত, এখন একেববারেই সে ভাবে তৈরি হচ্ছে না। এখন তো আকাশে উড়ে গিয়ে মারপিট হচ্ছে’। এছাড়াও জানিয়েছেন আগেকার পরিবারভিত্তিক গল্প আর তৈরী হয় না তাই ভিলেনের সংজ্ঞাও পাল্টে গিয়েছে।
এছাড়াও দীর্ঘদিনের অভিনয় জীবনে ভিলেন সাজার অভিজ্ঞতার কথা জানিয়ে বলা ভালো কষ্টের কাহিনী জানিয়ে এদিন অভিনেতা বলেছেন ‘যখন দেখতাম বাচ্চাদের মা-বাবা আমাকে দেখিয়ে বলত, ‘ওই যে, ওই দুষ্টু লোকটা যাচ্ছে’। কিংবা বলত, ‘ওই দেখ, ওই যে… দুষ্টুলোক। তোমাকে ধরে নিয়ে যাবে!’ এটা দেখে আমার খুব যন্ত্রণা হত’। কারণ পর্দায় ভিলেন সাজলেও বাস্তবে তিনি খুবই বাচ্চা ভালবাসতেন।